adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

৮ কোটি ৪০ লাখ টাকায় বিক্রি হলো বার্সেলোনার সংবাদ সম্মেলনে মেসির কান্না মোছা টিস্যু

স্পোর্টস ডেস্ক : অবিশ্বাস্য হলেও সত্যি। ক’দিন আগে বার্সেলোনায় বিদায়ী সংবাদ সম্মেলনে অঝোরে কাঁদছিলেন ফুটবল বিশ্বের মহা তারকা রিওনেল মেসি। চোখের পানি মুছতে টিস্যু এগিয়ে দেন তার স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো। ঐতিহাসিক মুহূর্তে মেসির কান্না মোছা মামুলি টিস্যুটি উঠেছে নিলামে। – মার্কা

সংবাদমাধ্যম ‘গাল্ফ টু ডে’ জানায়, মেসির ব্যবহৃত টিস্যুটি কুড়িয়ে নিয়ে বিক্রির ঘোষণা দেন এক ব্যক্তি। তার দাবি, টিস্যুটিতে মেসির জিনগত উপাদান লেগেছে, যা দিয়ে তারই মতো একজন বিশ্বসেরা ক্লোন ফুটবলার তৈরি সম্ভব। টিস্যুটি বিক্রি হয়েছে ১ মিলিয়ন ডলারে, যা বাংলাদেশি টাকায় প্রায় ৮ কোটি ৪০ লাখ টাকা। টিস্যুটি ক্রয় করেছেন এক স্প্যানিশ ধনকুবের।

লিওনেল মেসির সঙ্গে টিস্যুর এক অন্যরকম সম্পর্ক রয়েছে। যা কারোরই অজানা নয়। মেসি বার্সেলোনায় যোগ দেন হোরাশিও গ্যাগিওলির মাধ্যমে। বার্সেলোনা কর্তৃপক্ষ মাত্র ১৩ বছর বয়সী মেসিকে দলে নেয়ার ব্যাপারে কিছুটা দ্বিধায় থাকলেও, গ্যাগিওলির আত্মবিশ্বাসের ওপর ভর করে মেসিকে দলে নিয়ে নেয় ক্লাবটি। সেখানেও ছিল কিছুটা নাটকীয়তা।

একটা ন্যাপকিন পেপারের উপর লেখা হয়েছিল মেসিকে বার্সেলোনায় নেয়ার অঙ্গীকারপত্র, যা অ্যান্ডোরা ক্রেডিট ব্যাংকের লকারে রেখে দিয়েছিলেন গ্যাগিওলি। তিনি মনে করেন, বার্সেলোনার জাদুঘরে থাকা উচিত এই অঙ্গীকারপত্র। দীর্ঘ সম্পর্কের ইতি টেনে মেসি এখন পিএসজির খেলোয়াড়। দুই বছরের চুক্তিতে বার্সেলোনা থেকে প্যারিসে পাড়ি জমিয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার। – গাল্ফ টুডে/ মার্কা

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া