adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

স্প্যানিশ লা লিগায় গেতাফের বিরুদ্ধে ভালেন্সিয়ার শুভ সূচনা

স্পোর্টস ডেস্ক :স্প্যানিশ ফুটবল লা লিগা শুরু হয়েছে শুক্রবার (১৩ আগস্ট) থেকে। নতুন এই আসরের উদ্বেধনী ম্যাচে শুভ সূচনা করেছে ভালেন্সিয়া। তারা গেতাফের বিপক্ষে বেশিরভাগ সময় এক জন কম নিয়েও জিতে গেছে। মেস্তায়া স্টেডিয়ামে শুক্রবার রাতে ১-০ গোলে জিতেছে স্বাগতিক ভালেন্সিয়া।

ম্যাচ শুরু হতেই ১০ জনের দলে পরিণত হয় ভালেন্সিয়া। প্রথম মিনিটেই নেমানিয়া মাকসিমোভিচকে মারাত্মক ফাউল করে বসেন উগো গিগামুন। রেফারি প্রথমে হলুদ কার্ড দেখালেও ভিএআরের সাহায্যে পরে দেখান লাল কার্ড।

এর কিছুক্ষণ পরই এগিয়ে যায় ভালেন্সিয়া। অষ্টম মিনিটে দেনিস চেরিশেভ ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিকে বল জালে পাঠান কার্লোস সলের। একজন কম নিয়ে ম্যাচের অধিকাংশ সময় ভালেন্সিয়া কোণঠাসা হয়ে থাকলেও ব্যবধান ধরে রাখে তারা।

প্রায় ৭০ শতাংশের বেশি সময় বল দখলে রাখা গেতাফেও শেষ দিকে ১০ জনের দলে নেমে আসে। দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন দলটির সেন্টার-ব্যাক এরিক কাবাকো। আলাভেসের বিপক্ষে শনিবার লিগ অভিযান শুরু করবে রিয়াল মাদ্রিদ। পরদিন মাঠে নামবে শিরোপাধারী আতলেতিকো মাদ্রিদ ও গত আসরে তৃতীয় হওয়া বার্সেলোনা। – মার্কা/ বিডিনিউজ

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া