adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

শবনমকে নিয়ে এ কী বলছে আনন্দবাজার!!! সত্যি কি ঘটনা এমন?

বিনােদন ডেস্ক :‘আম্মাজান’ খ্যাত বাংলাদেশি অভিনেত্রী ও একসময়ের তুমুল জনপ্রিয় পাকিস্তানি নায়িকা ঝর্ণা বসাক ওরফে শবনমের জীবনের বীভৎস এক ঘটনা প্রকাশ্যে এনেছেন হরুস আহমেদ নামে এক ফেসবুক ব্যবহারকারী। যিনি একজন টরোন্টো প্রবাসী বাংলাদেশি নাগরিক। তিনি নিজের ফেসবুকে শবনমের ১৯৭৮ সালের একটি ঘটনা বর্ণনা করেছেন। ওই সময়ে অভিনেত্রী গণধর্ষণের শিকার হয়েছিলেন বলে তিনি উল্লেখ করেছেন।

হরুস আহমেদ তার স্ট্যাটাসটি দিয়েছিলেন চলতি বছরের ১৫ জুন। অর্থাৎ, পরীমনির বোট ক্লাবের ঘটনার পর। সম্প্রতি সেই স্ট্যাটাস প্রকাশ্যে এসেছে এবং সেটি নিয়ে প্রতিবেদন করেছে কলকাতার আনন্দবাজার পত্রিকা। কিন্তু সত্যি কি অভিনেত্রী শবনমের সঙ্গে ওরকম বীভৎস কিছু ঘটেছিল? হরুস আহমেদের স্ট্যাটাসের বরাত দিয়ে আনন্দবাজার যা তাদের প্রতিবেদনে তুলে ধরেছে।

তাহলে একবার হরুস আহমেদের সেই স্ট্যাটাসটি দেখে নেওয়া যাক। তাহলেই জানা যাবে আসল ঘটনা। জয়পরাজয় পাঠকদের জন্য ওই স্ট্যাটাসটি হুবহু তুলে দেওয়া হলো-

‘পরীমনি সম্ভবত বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে হাইপ্রোফাইল যৌন নির্যাতিত নারীর উদাহরণ। তবে উপমহাদেশের ইতিহাসে সবচাইতে হাইপ্রোফাইল রেইপ কেস ভিকটিম ছিলেন বাংলাদেশি বাঙালি ঝর্ণা বসাক। কি, নাম শুনে চিনতে পারছেন না?

উপমহাদেশের চলচ্চিত্রাঙ্গনের সর্বকালের অন্যতম সেরা অভিনেত্রী হিসেবে ধরা হয় ঝর্ণা বসাক বা শবনমকে। ১৯৬২ সালে চলচ্চিত্র জীবনের শুরু এবং সারাজীবনে প্রায় ১৭০টির মত সিনেমায় অভিনয় করেছেন শবনম। মোট ১৩ বার শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পাওয়া শবনমের রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি। ৬০ এবং ৭০ এর দশকে নাদিম-শবনম এবং রহমান-শবনম জুটি মানেই সুপার ডুপার হিট সিনেমা ছিল।

১৯৭৮ সালের ১৩ মের রাতে তৎকালীন পাঞ্জাবের মুখ্য সচিব এফকে বানদিয়ালের ভাগ্নে ফারুক বানদিয়াল এবং তার চার বন্ধু অস্ত্রশস্ত্রসহ শবনমের নিজ বাড়িতে হামলা চালায়। স্বামী বিখ্যাত সংগীত পরিচালক রবিন ঘোষ এবং একমাত্র সন্তানকে বেঁধে রেখে তাদের সামনেই এই পাঁচ নরকের কীট শবনমকে সারারাত ধরে ধর্ষণ করে। এরা সবাই ছিল উচ্চবিত্ত ব্যবসায়ী এবং রাজনৈতিক পরিবার থেকে আগত।
ঘটনার পরে শবনম এবং তার পরিবারের উপরে প্রচুর চাপ সৃষ্টি করা হয়, যাতে মামলা-মোকদ্দমা না করা হয়। কিন্তু সেই সময় পাকিস্তানের চলচ্চিত্র অঙ্গনের সবাই শবনমের পাশে এসে দাঁড়ায়। ফলে একনায়ক জেনারেল জিয়াউল হক সরকার বাধ্য হয় বিশেষ সামরিক ট্রাইব্যুনাল গঠন করতে। বিচারের রায়ে পাঁচ আসামিকেই ফাঁসির দণ্ডাদেশ দেওয়া হয়।

মূল আসামির মামা, যিনি পরবর্তীতে কেন্দ্রীয় সরকারের মন্ত্রী হয়েছিলেন। তিনি শবনম এবং তার পরিবারের উপর চাপ সৃষ্টি করতে থাকেন এবং তাদেরকে দেশত্যাগ করতে বাধা দেওয়া হয়। শবনমের নিজের আইনজীবী এসএম জাফর ফাঁসির রায় হওয়ার পরে জেনারেল জিয়াউল হককে চিঠি লেখেন এই মর্মে যে, আসামিরা গত ভুট্টো সরকারের আমলে যে সামাজিক অবক্ষয় হয়েছে এবং উশৃংখল সংস্কৃতির চর্চা শুরু হয়েছে তারই পরিপ্রেক্ষিতে পথভ্রষ্ট হয়ে এই কাজ ঘটিয়েছে এবং এতে তাদের নিজেদের খুব একটা দোষ দেওয়া যায় না।

একনায়ক জেনারেল জিয়াউল হক পরবর্তীতে সব আসামির মৃত্যুদণ্ড মওকুফ করে দেন এবং এই মামলাকে ধর্ষণ মামলা থেকে বাদ দিয়ে একটা সাধারণ ডাকাতির মামলা হিসাবে নথিপত্রে উল্লেখ করা হয়।

সমাজের নানা স্তরে থেকে চাপ আসতে থাকায় পরবর্তীকালে শবনম এবং তার স্বামী আসামিদের মৃত্যুদণ্ড মওকুফের রায় মেনে নিতে সম্মত হন। মূল আসামি ফারুক বান্ডিয়াল পরবর্তীতে পার্লামেন্ট সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং তার বন্ধুরা সবাই ক্ষমতাশালী ব্যবসায়ী হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হয়।

২০১৮ সালে ফারুক বনদিয়াল ইমরান খানের রাজনৈতিক দল পিটিআইতে যোগদান করেন। কিন্তু নতুন করে শবনম ধর্ষণ মামলার ঘটনাটি মিডিয়ায় চলে আসলে ইমরান খান তাকে দল থেকে বাদ দিতে বাধ্য হন। শবনমের ঘটনাটি থেকে উপমহাদেশের প্রেক্ষাপটে অনেক কিছু শেখার আছে।’

প্রসঙ্গত, অভিনেত্রী শবনম বহুদিন ধরেই অভিনয়ে অনিয়মিত। বর্তমানে তিনি পাকিস্তানে রয়েছেন। সেখানে একসময়ের জনপ্রিয় এই নায়িকা তাঁর এক ভক্তের বাড়িতে থাকছেন গত কয়েক মাস ধরে। ঈদের আগে বাংলাদেশি একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা তিনি নিজেই জানিয়েছিলেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া