adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

এসি মিলানের সঙ্গে ড্র দিয়ে শেষ রিয়াল মাদ্রিদের প্রাক-মৌসুম

স্পোর্টস ডেস্ক : লা লিগার নতুন মৌসুম শুরুর আগে নিজেদের ঝালিয়ে নিতে শেষ প্রীতি ম্যাচে জয় পেল না রিয়াল মাদ্রিদ। সবশেষ প্রীতি ম্যাচে এসি মিলানের সঙ্গে ড্র করেছে কার্লো আনচেলত্তির দল। প্রাক-মৌসুম পর্বে অস্ট্রিয়ার ক্লাগেনফুর্টে রোববার (৮ আগস্ট) হওয়া ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। ফ্রি ট্রান্সফারে আনুষ্ঠানিকভাবে গত মাসে রিয়ালে যোগ দেওয়া দাভিদ আলাবা এদিনই প্রথম দলটির হয়ে খেলতে নামেন।

বল দখলের পাশাপাশি আক্রমণে রিয়াল আধিপত্য করলেও ম্যাচের শুরুতেই এগিয়ে যেতে পারতো মিলান। কিন্তু ফরাসি ডিফেন্ডার থিও এরনদেঁজের শট পোস্টে বাধা পায়। প্রাক মৌসুমে গত মাসে স্পেনের দ্বিতীয় সারির লিগে খেলা ফুয়েনলাব্রাদার বিপক্ষে ৩-১ গোলে জিতেছিল রিয়াল। এরপর টানা তিন ম্যাচ জয়শূন্য থেকে লা লিগা শুরু করতে যাচ্ছে তারা। এর মধ্যে গত মাসের শেষ সপ্তাহে স্কটিশ ক্লাব রেঞ্জার্সের বিপক্ষে হেরেছিল ২-১ গোলে।

আগামী সোমবার(১৫ আগস্ট) লেভান্তের বিপক্ষে ম্যাচ দিয়ে লা লিগা শুরু করবে তারা। প্রতিযোগিতামূলক ফুটবলে পা রাখার আগে টানা তৃতীয় প্রীতি ম্যচে ড্র করল মিলান। আগামী সোমবার গ্রিক ক্লাব পানাথিনাইকসের বিপক্ষে শেষ প্রীতি ম্যাচ খেলবে ইতালির ক্লাবটি। – মার্কা/ বিডিনিউজ

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া