adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

আফগানিস্তানে তালেবানের ওপর যুক্তরাষ্ট্রের হামলা, ২০০ নিহতের দাবি

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে তালেবানের উপর জোরদার হামলা চালিয়েছে মার্কিন বিমানবাহিনী। এই হামলায় দুই শতাধিক তালেবান সদস্য নিহত হয়েছেন বলে দাবি করেছে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর এনডিটিভি ও আনাদুলু এজেন্সির।
আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা ফাওয়াদ আমন টুইট করে জানান, ‘শেবেরগান শহরে বিমান হামলায় দুশোর বেশি জঙ্গি নিহত হয়েছে। ধ্বংস করে দেওয়া হয়েছে তাদের বেশ কয়েকটি গোপন ডেরা।’

শনিবার সন্ধ্যা থেকেই হামলার তেজ বাড়িয়েছে আফগান সেনা। জঙ্গিদের গোপন ডেরা খুঁজে সেগুলি ধ্বংস করার কাজ শুরু হয়েছে তারা। মার্কিন বিমানবাহিনী এই হামলা চালায়।

ফাওয়াদ জানান, আফগান সেনা গোপন সূত্রে সেনা খবর পায় জওজান প্রদেশের শেবেরগান শহরে কয়েকশো জঙ্গি লুকিয়ে রয়েছে। তারপরই বিমানহানা চালানো হয়। মার্কিন বি-৫২ বোমারু বিমান পর পর বোমাবর্ষণ করে জঙ্গিদের গোপন ডেরা লক্ষ্য করে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তালেবানের ওপর হামলা চালাতে বি৫২ বোমারু বিমান ও এসি-১৩০ স্পেকটার গানশিপ ব্যবহারের নির্দেশ দেয়ার পরই এমন হামলা চালাল মার্কিন বাহিনী।

তবে তালেবানের পক্ষ থেকে এই হামলার বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এই হামলার একদিন আগে আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় জাউজান প্রদেশের রাজধানী শেবেরগান দখল করার দাবি করেছিল তালেবান।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া