adv
১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে আরও ১২ জনের মৃত্যু

ডেস্ক রিপাের্ট : রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) করোনা ওয়ার্ডে একদিনে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে চারজনের করোনা পজেটিভ ছিল।

শুক্রবার সকাল আটটা থেকে শনিবার সকাল আটটার মধ্যে তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।

তিনি জানান, চারজন করোনা পজেটিভ ছাড়াও পাঁচজন উপসর্গে মারা গেছেন। এছাড়া তিনজন করোনা নেগেটিভ হওয়ার পর মারা গেছেন।

মৃতদের মধ্যে রাজশাহীর ৩ জন, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা ও কুষ্টিয়ার দুই জন করে এবং নাটোর, নওগাঁ ও সিরাজগঞ্জের এক জন বাসিন্দা।

করোনায় মৃতদের মধ্যে রাজশাহীর দুইজন এবং চাঁপাইনবাবগঞ্জ ও কুষ্টিয়ার একজন রয়েছেন। অন্যদিকে উপসর্গে রাজশাহীর একজন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নাটোরের একজন, পাবনার একজন, কুষ্টিয়ার একজন, সিরাজগঞ্জের একজন ও নওগাঁর একজন মারা গেছেন।

শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন রোগী ভর্তি হয়েছেন ৪৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৯ জন। রামেকে করোনা আক্রান্ত হয়ে ২০৩ জন এবং সন্দেহভাজন ও উপসর্গ নিয়ে ২০৪ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় রামেকে ৫১৩টি শয্যার বিপরীতে রোগী ভর্তি ছিলেন ৪০৭ জন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া