adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পিএসজিতে যোগ দেওয়ার ব্যাপারে কোচ পচেত্তিনোর সঙ্গে সরাসরি আলাপ করেছেন মেসি

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসি ইস্যুতে স্প্যানিশ ক্রীড়া ওয়েবসাইট ‘দ্য অ্যাথলেটিক’ চমকে দেওয়ার মতো তথ্য জানিয়েছে। বার্সেলোনার সঙ্গে চুক্তির প্রক্রিয়া ভেস্তে যাওয়ার পর পিএসজিতে যোগ দেওয়ার ব্যাপারে মাওরিসিও পচেত্তিনোর সঙ্গে নাকি সরাসরি যোগাযোগ করেছেন লিওনেল মেসি। অবশ্য এ বিষয়ে ওঠা প্রশ্নে সরাসরি জবাব দেননি পিএসজি কোচ।

বার্সেলোনার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় গত ১ জুলাই থেকে ‘ফ্রি এজেন্ট’ হয়ে যান ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। লম্বা সময় ধরে আলোচনার পর বৃহস্পতিবার (৫ আগস্ট) বার্সেলোনা এক বিবৃতিতে জানায়, লা লিগার ফিন্যান্সিয়াল ফেয়ার প্লের নিয়মের বাধার কারণে তাদের পক্ষে মেসির সঙ্গে চুক্তি করা সম্ভব হয়নি।

এরপরই ক্রীড়া ওয়েবসাইট দ্য অ্যাথলেটিক জানায়, পিএসজিতে যোগ দেওয়ার ব্যাপারে পচেত্তিনোর সঙ্গে মেসির যোগাযোগের কথা। লিগ ওয়ানের শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্যে আজ শনিবার (৭ আগস্ট) নবাগত ট্রোয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে পিএসজি। আগের দিন সংবাদ সম্মেলনে পচেত্তিনোকে প্রশ্ন করা হয়, মেসিকে দলে টানতে কী চেষ্টা করছে তার দল? কৌশলী উত্তর দিয়েছেন পিএসজি কোচ।

আমরা ক্লাবের দিকে মনোযোগী, আমরা খুব ভালোভাবে দলবদল মৌসুম নিয়ে কাজ করছি এবং নতুন মৌসুম শুরুর আগে আমরা যে লক্ষ্যগুলো নির্ধারণ করেছি, তা অর্জনের জন্য যেকোনো উপায়ে দলের উন্নতির চেষ্টা করছি। – মার্কা/ বিডিনিউজ

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া