adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অলিম্পিক গেম কুস্তিতে স্বর্ণ পদক জয় করলেন ইরানের মোহাম্মদ রেজা গেরায়ী

স্পোর্টস ডেস্ক : টোকিও অলিম্পিক গেমস কুস্তিতে ৬৭ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণ পদক জিতেছেন ইরানের মোহাম্মদ রেজা গেরায়ী। চলমান অলিম্পিকে এটি ইরানের দ্বিতীয় স্বর্ণপদক। এর আগে শুটিংয়ে ইরানের হয়ে রেকর্ড গড়ে প্রথম স্বর্ণ পদক লাভ করেন শুটার জাওয়াদ ফোরুগি।

ফাইনালে ইউক্রেনের পারভিজ নাসিবোভকে ৪-১ ব্যবধানে হারিয়ে এ পদক জিতে নেন ২৫ বছর বয়সী মোহাম্মদ রেজা গেরায়ী। এ ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছেন মিশরের মোহামেদ ইব্রাহিম এলসায়েদ ইব্রাহিম ও জার্মানির ফ্র্যাঙ্ক স্টেবার।

এদিকে, ভারোত্তলনে পুরুষদের ১০৯ কেজি ওজন শ্রেণিতে রৌপ্য পদক জিতেছেন ইরানের আলী দাউদি। স্ন্যাচে ২০০ কেজি ও ক্লিন অ্যান্ড জার্কে ২৪১ কেজি ওজন তোলেন তিনি। এ ইভেন্টে স্বর্ণ জিতেছেন জর্জিয়ার লাশা তালাখাদজে। ৪৮৮ কেজি ওজন তুলে এ পদক জিতে নেন তিনি। স্ন্যাচে ২২৩ কেজি ও ক্লিন অ্যান্ড জার্কে ২৬৫ কেজি ওজন তোলেন তিনি। সিরিয়ার মান আসাদ জিতেছেন ব্রোঞ্জ পদক – পার্সটুডে

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া