adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

জঙ্গি কী করে সোনা জেতে, ইরানের শুটারকে নিয়ে তুমুল বিক্ষোভ অলিম্পিকে

স্পোর্টস ডেস্ক : অলিম্পিকের আসরেও ঢুকে পড়লো সন্ত্রাসবাদ প্রসঙ্গ। ইরানের শুটার জাভাদ ফরোঘি সোনা জেতায় তোপ দেগেছেন কোরিয়ান শুটার জিন জং-ওহ। তার প্রশ্ন, একজন সন্ত্রাসবাদী কী করে অলিম্পিকে সোনা জিততে পারে? ইরানিয়ান শুটার ফরোঘি ১০ মিটার এয়ার পিস্তল বিভাগে সোনা জিতেছিলেন।

তিনি বহুদিন ধরেই ইসলামিক রেভেলিউশনারি গার্ড কর্পসের সদস্য। দক্ষিণ কোরিয়ার প্রতিযোগীটি দেশে ফিরে ফরোঘির পদক জয় নিয়ে তুমুল ক্ষোভ প্রকাশ করেছেন। জিন জং-ওহ বলেন, এক জঙ্গি কী করে প্রথম স্থান পেতে পারে? এটা সবচেয়ে অদ্ভুত এবং হাস্যকর বিষয়।

তবে জিন প্রথম নয়, ফরোঘিকে পদক দেওয়ার প্রবল সমালোচনা করেছে তার দেশেরই মানবাধিকার সংগঠন। তারা বিবৃতি দিয়ে বলেছে, ফরোহিকে অলিম্পিকে সোনা দেওয়া শুধু ইরানিয়ান ক্রীড়াক্ষেত্রে নয়, বরং আন্তর্জাতিক কমিউনিটির ক্ষেত্রে এবং অলিম্পিক কমিটির জন্য বিপর্যয়।

৪১ বছর বয়সি শুটার অনেকদিন ধরে এবং এখনও এক জঙ্গি সংগঠনের সদস্য। তদন্ত করুক অলিম্পিক কমিটি, চাইছে মানবাধিকার সংগঠনটি। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বাজেয়াপ্ত করা হোক স্বর্ণ পদকও। – আজকাল

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া