adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

রিয়াল মাদ্রিদ জার্সিতে অভিষেক ঘটানোর আগেই করোনা আক্রান্ত ডেভিড আলাবা

স্পোর্টস ডেস্ক : এই মওশুমে বায়ার্ন মিউনিখের সঙ্গে এক দশকেরও অধিক সময় সম্পর্কে ইতি টেনে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন ডেভিড আলাবা। তবে রিয়াল জার্সি গায়ে মাঠা নামার আগেই বিপত্তি। করোনার কবলে পড়েছেন অস্ট্রিয়ান ডিফেন্ডার।

রিয়াল মাদ্রিদের তরফে এক বিবৃতিতে জানানো হয়, রিয়াল মাদ্রিদ সকলকে অবগত করাতে চায় যে আমাদের খেলোয়াড় ডেভিড আলাবা করোনা আক্রান্ত হয়েছেন। নিয়ম অনুযায়ী পরবর্তী ১০ দিন আলাবাকে কোয়ারিন্টিনে কাটাতে হবে।

ফলে ৮ অগস্ট এসি মিলানের বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচে রিয়ালের জার্সি গায়ে যে আলাবা নিজের অভিষেক ঘটাতে পারবেন না, তা এক কথায় নিশ্চিত। উপরন্তু, ১৪ অগস্ট আলাভেসের বিরুদ্ধে লা লিগা অভিযান শুরু করবে লস ব্ল্যাঙ্কোস, পর্যাপ্ত ট্রেনিংয়ের অভাবে সেই ম্যাচেও আলাবার মাঠে নামা নিয়ে সংশয় রয়েছে।

দলের প্রাক্তন অধিনায়ক সার্জিও রামোস প্যারিস সাঁ-জাঁতে যোগ দিয়েছেন। মাত্র কয়েক ঘন্টা আগেই আরেক ডিফেন্ডার রাফায়েল ভারানের ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে যোগ দেওয়ার কথাও ঘোষণা করা হয়ে গিয়েছে। আলাবা ফিট না হলে তাই মওশুমের প্রথম লিগ ম্যাচে মাঠে নামার আগে সেন্টার ব্যাক জুটি নির্বাচন করতে যে ম্যানেজার কার্লো আনসেলোত্তির বেশ কালঘাম ঝড়বে, তা বলার অপেক্ষা রাখে না।

তবে আলাবাই প্রথম নন, মাত্র দিন কয়েক আগে রিয়াল ট্রেনিংয়ে যোগ দেওয়ার পরই করিম বেঞ্জেমারও করোনা রিপোর্ট পজিটিভ আসে। তারকা ফরাসি স্ট্রাইকারেরও মিলানের বিরুদ্ধে মাঠে নামার সম্ভাবনা কম। তবে লা লিগার প্রথম ম্যাচে তাকে দেখতে পাওয়া যাবে বলেই আশাবাদী রিয়াল। – হিন্দুস্তানটাইমস

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া