adv
১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

শুটিং তারকা টুম্পার ফুসফুসের ৭০ শতাংশ আক্রান্ত

স্পোর্টস ডেস্ক : জাতীয় শুটার জাকিয়া সুলতানা টুম্পা কোভিড আক্রান্ত হয়ে ঢাকায় আইসিইউতে ভর্তি রয়েছেন। তার ফুসফুসের ৭০ শতাংশ আক্রান্ত বলে চিকিৎসকের বরাত দিয়ে জানিয়েছে তার পরিবার।

রোববার (২৫ জুলাই) সন্ধ্যায় টুম্পার ছোট ভাই জাহাঙ্গীর আলম ফুয়াদ বলেন, আগের থেকে আপুর অবস্থা এখন কিছুটা ভালো। তবে আগে আমরা যেটা জানতাম, ওর লান্সের ৪০ শতাংশ আক্রান্ত। এখন ডাক্তাররা বলছেন সেটা ৭০ শতাংশ।

এ অবস্থায় টুম্পার উন্নত চিকিৎসার জন্য পরিবারের পক্ষ থেকে সরকারের হস্তক্ষেপ কামনা করেন তিনি। ফেডারেশন থেকে কোনো যোগাযোগ করা হয়েছে কি-না জানতে চাইলে ফুয়াদ বলেন, ফেডারেশন থেকে এখন পর্যন্ত কেউ কোনো যোগাযোগ করেননি। তবে ওর ক্লাব- ঢাকা রাইফেল ক্লাব থেকে নিয়মিত যোগাযোগ রাখছে।
টুম্পার সঙ্গে তার বাবা তসলিম উদ্দিনও করোনা আক্রান্ত হন।

তিনিও একই হাসপাতালের কেভিনে ভর্তি। তার অবস্থা এখন ভালোর দিকে বলে জানান টুম্পার ছোট ভাই। দ্বিতীয় পরীক্ষায় কোভিড নেগেটিভ ফল এসেছে তার। ঈদের আগে টুম্পা ও টুম্পার বাবার শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। তাদের দুজনের শরীরেই ভারতীয় ধরন বা ডেল্টা ভেরিয়েন্ট পাওয়া যায়।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া