adv
২রা আগস্ট, ২০২১ খ্রিস্টাব্দ | ১৮ই শ্রাবণ, ১৪২৮ বঙ্গাব্দ

টোকিও অলিম্পিকের ক্যাম্প থেকে পালিয়ে যাওয়া উগান্ডার সেই ভারোত্তোলককে উদ্ধার

স্পোর্টস ডেস্ক : টোকিও অলিম্পিকে অংশ নিতে জাপান সফরে থাকা জুলিয়াস সেকেইটোলেকো নামের ওই ভারোত্তোলক শুক্রবার (১৬ জুলাই) প্রশিক্ষণ ক্যাম্প থেকে পালিয়ে যান।

একই দিনে উগান্ডা অলিম্পিক কমিটি (ইউওসি) জানায়, জুলিয়াস সেকেইটোলেকো ওসাকার ইজুমিসানোর অনুশীলন ক্যাম্প থেকে নিখোঁজ হন। কোথাও তার হদিস পাওয়া যাচ্ছিল না।
অনুশীলন ক্যাম্পে থাকা হোটেল থেকে পালিয়েছিলেন তিনি। পরে সেকেইটোলেকোর সন্ধান পাওয়ার পর ইউওসি’র মহাসচিব বিয়েট্রাইস আইকোরু নিশ্চিত করেন, তাকে (সেকেইটোলেকো) এক ছোট ভিডিওতে দেখা যায়। তবে ওই ভারোত্তোলককে উদ্ধারের পুরো বিবরণ দেননি তিনি।

তার অবস্থান জানা গেছে এবং (অনির্দিষ্ট) কর্তৃপক্ষের সঙ্গে ইজুমিসানোর অফিসে রয়েছেন’ যোগ করেন বিয়েট্রাইস আইকোরু। তিনি আরও বলেন, সে যাতে নিরাপদে উগান্ডায় যেতে পারে তার জন্য টোকিওতে আমরা একত্রে আমাদের দূতাবাসের সঙ্গে কাজ করছি। – জি নিউজ

জয় পরাজয় আরো খবর

Comments are closed.

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া