adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

জাতীয় শুটার জাকিয়া সুলতানা টুম্পা বাবাসহ কোভিড আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক : দুজনের শরীরেই ভারতীয় ধরন বা ডেল্টা ভেরিয়েন্ট পাওয়া গেছে বলে চিকিৎসকের বরাত দিয়ে এ তথ্য জানান টুম্পা।

সোমবার (১৯ জুলাই) মুঠোফোনে টুম্পা বলেন, চার দিন আগে করোনা পজিটিভ রিপোর্ট হাতে পেয়েছি। নমুনা দিয়েছিলাম আগের দিন। লালমনিরহাটে নিজের গ্রামের বাড়িতে রয়েছেন টুম্পা। বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছেন তারা। তবে মাঝে তার বাবার অক্সিজেনের মাত্রা ওঠানামা করায় হাসপাতালে ভর্তি করানো হয়েছিল।

টুম্পা বলেন, ডাক্তার বলেছেন, আমাদের শরীরে ভারতীয় ভেরিয়েন্ট পাওয়া গেছে। সুস্থ হতে একটু সময় লাগবে। নিজের ও বাবার সুস্থতার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন তিনি। বিকেএসপিতে বেড়ে ওঠা টুম্পা ২০০৯ সাল থেকে সিনিয়র জাতীয় শুটিং প্রতিযোগিতায় অংশ নিয়ে আসছেন। ২০১৭ সালের ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টের চ্যাম্পিয়ন তিনি।

দেশের হয়ে একাধিক আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়েছেন টুম্পা। ২০১৬ ও ২০১৯ এসএ গেমসে অংশ নেন। দুই আসরেই দেশকে পদক উপহার দেন তিনি। ২০১৮ সালে গোল্ডকোস্ট কমনওয়েলথ গেমসে অল্পের জন্য পদক হাতছাড়া হয় তার। প্রথমবার খেলতে গিয়েই চতুর্থ হয়েছিলেন তিনি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া