adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বেতন বাড়লাে জাহানারা-সালমাদের

নিজস্ব প্রতিবেদক : করোনাকালে রীতিমতো দারুণ খবর সালমা খাতুন ও জাহানারা আলমদের জন্য। বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের বেতন বাড়াল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন বেতন কাঠামোতে প্রবেশ করছেন বাংলাদেশের নারী ক্রিকেটাররা। চলতি মাস থেকেই কার্যকর করা হবে।

গত ১৫ জুন বোর্ড সভা শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, নারী খেলোয়াড়দের কেন্দ্রীয় চুক্তিতে এবার ক্রিকেটারের সংখ্যা বাড়ানো হচ্ছে। পরে প্রস্তাবনা আসে সালমা খাতুন, জাহানারা আলমদের বেতন বাড়ানোর। এরই মধ্যে নারী খেলোয়াড়দের কেন্দ্রীয় চুক্তিতে কারা কোন ক্যাটাগরিতে থাকবেন সেটি নির্ধারণ হয়ে গেছে।

চলমান জুলাই মাস থেকে বাড়ানো হয়েছে ২০ শতাংশ বেতন। পাশাপাশি চুক্তিবন্ধ ক্রিকেটারদের সংখ্যা বাড়ছে। আগে যেখানে ১৯ জন ছিল এখন সেই সংখ্যা ২২ জন। সামনে আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে বিসিবির।

১৯ জন থেকে কেন্দ্রীয় চুক্তিতে ২২ খেলোয়াড় সুযোগ পেয়েছেন। তাদেরকে ভাগ করা হয়েছে চারটি ক্যাটাগরিতে। চুক্তি অনুযায়ী ‘এ’ ক্যাটাগরিতে থাকা নারী ক্রিকেটাররা পাবেন সর্বোচ্চ ৬০ হাজার টাকা। ‘বি’ ক্যাটাগরিতে থাকা খেলোয়াড়রা পাবেন ৪৮ হাজার টাকা। ক্যাটাগরি ‘সি’-তে থাকা নারী খেলোয়াড়রা পাবেন ৩৬ হাজার টাকা করে। ‘ডি’ ক্যাটাগারিতে থাকা ক্রিকেটাররা পাবেন ২৫ হাজার টাকা।

পাশাপাশি ম্যাচ ফি-ও বেড়েছে নারী দলের খেলোয়াড়দের। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট টি-টোয়েন্টিতে আগে যেখানে মাত্র ৭৫ ডলার পেতেন রুমানা হকরা, সেটি দ্বিগুণ করা হয়েছে। সুখবরই পেলেন জাতীয় দলের নারী ক্রিকেটাররা।

টি-টোয়েন্টিতে এখন থেকে ম্যাচ ফি হিসেবে ১৫০ ডলার করা করে পাবেন নারী ক্রিকেটাররা। একদিনের ক্রিকেটে ম্যাচ ফি বেড়েও আরও বেশি। ১০০ ডলার থেকে বাড়িয়ে ৩০০ ডলার করা হয়েছে।

মাঠের পারফরম্যান্স দিয়েই এমন প্রাপ্তি যোগ হয়েছে নারী ক্রিকেট দলের। মেয়েদের এশিয়া কাপে শক্তিশালী ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন সালমা খাতুনরা। এশিয়ার সেরা দল হওয়ার মধ্য দিয়ে চলতি বছরে টেস্ট ক্রিকেট খেলার মর্যাদাও পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া