adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কাঁচা-পাকা চুলে এ কোন শ্রীলেখা!

বিনােদন ডেস্ক : সাদা শাড়ি, কাঁচা-পাকা চুল, চোখে চশমা, হাতে ঘড়ি-বয়সের ছাপ স্পষ্ট- দেখে বোঝার উপায় নেই তিনি টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। ‘ন্যায়- জাজমেন্ট ডে’সিনেমার লুকে এভাবেই হাজির হলেন শ্রীলেখা। ছবিটি পরিচালনা করছেন সুশান্ত রায়।

শ্রীলেখা মিত্র ছাড়াও এতে আরও দেখা যাবে অখিলেন্দ্র মিশ্র, রবিন দাস, রাজীব গৌর সিং, পায়েল রায়, শাহিদুর রহমানকে। সম্প্রতি ছবিটির ট্রেলার মুক্তি পেয়েছে।

আদ্যোপান্ত রাজনৈতিক ছবি। ট্রেলারেই মিলল ইঙ্গিত। এতে অভিনেত্রীকে দেখা গেছে ভিন্ন লুকে। এহেন লুকে ইন্ডাস্ট্রি যে তাকে আগে দেখেনি, তা বলাই বাহুল্য। একজন নেত্রীর চরিত্রে অভিনয় করছেন শ্রীলেখা। মেক-আপে উঁচু নাক, ছোট করে ছাঁটা চুল। তাতে পাক ধরেছে। চোখে সাঁটা মোটা ফ্রেমের গোল চশমা। দেখেই মনে হবে ইন্দিরা গান্ধী। কিন্তু ট্রেলারে দেখা গেল ছা-পোষা টিনের চালের ঘরের সামনে বসে অভিনেত্রী। তা ইন্দিরা গান্ধীর জীবনযাপন তো এমন ছিল না। সেই প্রসঙ্গ টেনেই অনেকে আবার নেত্রীর চরিত্রের ঝাঁজে মমতার সঙ্গে মিল খুঁজে পেয়েছেন।

এ প্রসঙ্গে শ্রীলেখা মিত্রর ভাষ্য, ‘চরিত্রটা একজন নেত্রীর। তবে কার ভূমিকায় অভিনয় করছি, সেটা সময় হলেই জানতে পারবেন।’

করোনার প্রভাবে হল বন্ধ থাকায় শিগগির ওটিটি প্ল্যাটফর্মেই ছবিটি মুক্তি দেওয়া কথা ভাবছেন পরিচালক।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া