adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

এটিএন বাংলায় আসছে মীর সাব্বির ও সাজু খাদেমের উপস্থাপনায় ‘পাঁচফোড়ন’

বিনােদন ডেস্ক : ‘ইত্যাদি’-খ্যাত হানিফ সংকেতের প্রযোজনা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন এবারও ঈদুল আজহা উপলক্ষে নির্মাণ করেছে ‘পাঁচফোড়ন’।

প্রায় দেড় যুগ ধরে বছরের বিশেষ বিশেষ দিনে ম্যাগাজিন অনুষ্ঠানটি প্রচার হয়ে আসছে এটিএন বাংলায়।

এবারের আয়োজনে কোরবানি নিয়ে আছে মজার আলোচনা, ফাঁকে ফাঁকে প্রসঙ্গক্রমেই আসবে গান, কয়েকটি ব্যঙ্গাত্মক ও সচেতনতামূলক নাট্যাংশ এবং বিভিন্ন বিষয়ের ওপর রিপোর্টিং।

সঞ্চালনায় দুই বন্ধুর ভূমিকায় অভিনয় রয়েছেন অভিনেতা মীর সাব্বির ও সাজু খাদেম। অবশ্য এবারই প্রথম নয়, এর আগেও তারা ‘পাঁচফোড়ন’-এর ডালি নিয়ে হাজির হয়েছিলেন।

গান থাকছে দুটি। হাসন রাজার একটি জনপ্রিয় গান নতুন সংগীতায়োজনে গেয়েছেন সেলিম চৌধুরী। একটি দ্বৈত সংগীত গেয়েছেন কমল ও তানজিনা রুমা। গানটির গীতিকার মনিরুজ্জামান পলাশ, সুর ও সংগীতে নাভেদ পারভেজ।

এ ছাড়া রয়েছে ‘ইত্যাদি’-খ্যাত জাদুকর ম্যাজিক রাজিকের পরিবেশনায় মনস্তাত্ত্বিক জাদু।

কোরবানির ঈদ, তাই বিভিন্ন মসলার ওপর রয়েছে একটি অনুসন্ধানী প্রতিবেদন। থাকবে তেঁতুলতলার ভ্রাম্যমাণ চা বিক্রেতা রনি, কুষ্টিয়ার ‘ইউটিউব গ্রাম’ নিয়ে প্রতিবেদন। বিভিন্ন নাট্যাংশে অভিনয় করেছেন জিল্লুর রহমান, আমিন আজাদ, তারিক স্বপন, সুভাশিষ ভৌমিক, কামাল বায়েজিদ প্রমুখ।

‘পাঁচফোড়ন’ প্রচারিত হবে ঈদের তৃতীয় দিন রাত সাড়ে ১০টায়।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া