adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঘরোয়া ক্রিকেটারদের একদিনের বেতন ২৫ হাজার টাকা বাড়াতে যাচ্ছে ভারতীয় বোর্ড

স্পোর্টস ডেস্ক : সৌরভ গাঙ্গুলির প্রতিনিধিত্বে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড একটা বড় সিদ্ধান্ত নিতে চলেছেন। মিডিয়া রিপোর্ট অনুযায়ী ঘরোয়া ক্রিকেটারদের বেতন বৃদ্ধি হচ্ছে। ঘরোয়া ক্রিকেটারদের একদিনের ম্যাচ ফি ৬০ হাজার টাকা অবধি করার প্রস্তাব দেওয়া হয়েছে।

খেলোয়াড়দের ম্যাচ ফি তাদের অভিজ্ঞতা অনুযায়ী হবে। খুব দ্রুত বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি ও জয় শাহ আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নিবেন। তারপরেই এই সুখবর পৌঁছে যাবে ঘরোয়া ক্রিকেটারদের কাছে।

দৈনিক জাগরণের খবর অনুযায়ী বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেন, ঘরোয়া ক্রিকেটের যে ক্রিকেটাররা ২০টির বেশি ম্যাচ খেলেছেন তাদের একদিনের ম্যাচ ফি বেড়ে দিন প্রতি ৬০ হাজার টাকা হবে। এই ক্রিকেটাররা এখন প্রতি দিনে ৩৫ হাজার টাকা পান। অর্থাৎ বিসিসিআই এক ধাক্কায় ক্রিকেটারদের বেতন ২৫ হাজার টাকা করে বাড়াতে চলেছেন। যে ক্রিকেটাররা ২০ টির কম ম্যাচ খেলেছেন তারা দিন প্রতি ৪৫ হাজার টাকা পাবেন। এছাড়া বিসিসিআই ২০২০-২১ মওশুমের জন্যেও ক্রিকেটারদের ক্ষতিপূরণ দেওয়ার বিষয়েও চিন্তাভাবনা করছে বোর্ড। – নিউজ ১৮

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া