adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইউক্রেনকে চার গোল দিয়ে ২৫ বছর পর সেমিফাইনালে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক : ম্যাচ শুরুর চতুর্থ মিনিটেই লিড নেওয়ার পর দ্বিতীয়ার্ধে আরো তিন গোল। ইউরো কাপের কোয়ার্টার ফাইনালে গোল উৎসব করে ইংলিশরা পা রাখল সেমিফাইনালে।

শনিবার রোমের স্তাদিও অলিম্পিকোয় আসরের শেষ কোয়ার্টার ফাইনালে ইউক্রেনকে ৪-০ গোলে হারায় ইংল্যান্ড। সুবাদে ২৫ বছর পর পা রাখে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে। যেখানে তাদের লড়তে হবে ডেনমার্কের সঙ্গে।
ইউক্রেনের বিপক্ষে ম্যাচের চতুর্থ মিনিটেই অধিনায়ক হ্যারি কেইনের গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। শেষ ষোলোয় জার্মানিকে ২-০ গোলে হারানো ম্যাচেও হেড থেকে দারুণ এক গোল করেছিলেন তিনি।

এদিনও হেড থেকে গোল করলেন কেইন। তবে সেটি দ্বিতীয়ার্ধে, যা ম্যাচে তার দ্বিতীয় ও আসরের তৃতীয় গোল। প্রথম গোলটা কেইন করেন রহিম স্টার্লিংয়ের এসিস্টে, দারুণ ফিনিশিংয়ে।

গ্যারেথ সাউথগেটের ইংল্যান্ড দ্বিতীয়ার্ধে যে তিনটি গোল পেল, সবকটিই হেড থেকে। ৫০ মিনিটে লুক শয়ের ফ্রি কিকে উড়ে আসা বলে মাথা ছুঁইয়ে ২-০ করেন হ্যারি ম্যাগুইরি। ৪ মিনিটে পরই হেড থেকে কেইনের গোলে ৩-০। এবারও গোল তৈরি করার কাজটা করেন লুক শ। – গোল ডটকম

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া