adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শ্বাসরুদ্ধকার ম্যাচে প্যারাগুয়েকে হারিয়ে সেমিফাইনালে পেরু

স্পোর্টস ডেস্ক : কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে শুক্রবার বাংলাদেশ সময় রাত তিনটায় মাঠে নামে দল প্যারাগুয়ে ও পেরু। হাড্ডাহাড্ডি লড়াইয়ে নির্ধারিত সময়ে ম্যাচটি ৩-৩ গোলে শেষ হয়। অতিরিক্ত সময়ে কোনও গোল না হওয়ায় শেষ পর্যন্ত ম্যাচটি গড়ায় পেনাল্টিতে।

গোয়াইনিয়ার পেদ্রো লুডোভিকো অলিম্পক স্টেডিয়ামে ১১ মিনিটের মাথায় গোল তুলেন প্যারাগুয়ের গুস্তাভো গোমেজ। ২১ তম মিনিটে গোমেজের ভুলেই গোল হজম করতে হয় দলটিকে। এতে ১-১ এ সমতায় ফেরে পেরু।

৪০তম মিনিটে জিয়ানলুকা লাপাদুলার গোলে এগিয়ে যায় পেরু। ২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় তারা। দ্বিতীয়ার্ধে মাঠে নেমে প্যারাগুয়েকে সমতায় ফেরান জুনিয়র আলোনসো। ৫৪ মিনিটে গোল তুলেন তিনি।

৮০ মিনিটে ইওসিমার ইউতুনের গোলে এগিয়ে গিয়ে সেমিতে খেলার স্বপ্ন দেখা শুরু করে পেরু। তবে ঠিক ৯০তম মিনিটে গ্যাব্রিয়েল আভালসের গোলে আবারও সমতায় ফেরে প্যারাগুয়ে।
ম্যাচ গড়ায় পেনাল্টি শুট আউটে। প্যারাগুয়ে তিনটি ও পেরু দুটি শট মিস করলে শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানে জয় তুলে নেয় পেরু। – গোল ডটকম

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া