adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

টাইব্রেকারে সুইজারল্যান্ডকে হারিয়ে সেমি ফাইনালে স্পেন

স্পোর্টস ডেস্ক : এক’শ বিশ মিনিটের শ্বসরুদ্ধকর লড়াইয়ের পর টাইব্রেকারে জয় নিয়ে সুইজারল্যান্ডকে বাড়ির টিকেট ধরিয়ে দিয়েছে স্পেন। সারা ম্যাচে দুর্দান্ত খেলার পর চলতি ইউরো কাপের প্রথম দল হিসেবে উঠে গেছে সেমিফাইনালে স্পেন।

ইউরো কাপ-২০২১ এর সেমিফাইনালের লক্ষ্যে গত শুক্রবার রাতে মুখোমুখি হয়েছে সুইজারল্যান্ড ও স্পেন। খেলার শুরুতে স্পেন এক গোলে এগিয়ে থাকলেও পরে শাকিরির গোলে ১-১ এ সমতায় ফেরে সুইজারল্যান্ড।
প্রথমবারের মতো ইউরোর কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড। ইতিমধ্যে নিজেদের সেরা পারফর্মেন্স দেখিয়েছে দলটি। এরপর বিতর্কিত লাল কার্ড পেয়ে ১০ জনকে নিয়ে একের পর এক আক্রমণ চালিয়ে যায় সুইসরা। অবশেষে কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচ গড়ায় ট্রাইব্রেকারে।

কিন্তু এবার আর পেনাল্টি শ্যুটআউটের ভাগ্য পাশে পেল না স্বপ্নযাত্রায় থাকা সুইসরা। টাইব্রেকারে তিনটি গোল মিসের মাশুল দিয়ে ৩-১ ব্যবধানে হেরে গেছে তারা।

নকআউট পর্বে শিরোপাপ্রত্যাশী বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়েছে তারা। ফলে ১৯৫৪ সালের পর প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনাল খেলছে সুইজারল্যান্ড। এ ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষের দল স্পেনও ইতিমধ্যে নিজেদের শক্তিশালী অবস্থান জানান দিয়েছে। নকআউট পর্বে ক্রোয়েশিয়ার বিপক্ষে দুর্দান্ত পার্ফমেন্সে স্মরণ করিয়ে দিয়েছে যে, শিরোপা হাতে নিতে উন্মুখ তারাও।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া