adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

চিলির বিদায় করে ১০ জন নিয়েই কােপার সেমিফাইনালে ব্রাজিল

স্পাের্টস ডেস্ক : প্রথমার্ধে চিলিয়ানরা দাপট দেখালেও রবার্তো ফিরমিনো সুবর্ণ সুযোগ মিস করেন। গোল না পেয়ে মাঠ ছাড়তে হয় দুই পক্ষকে। যদিও বিরতির পর ফিরেই গোল তুলে নেয় সেলেকাওরা। ৪৬ মিনিটে দলকে এগিয়ে দেন পাকুয়েতা। নেইমারের দেয়া পাসে পাওয়া গোলই ব্যবধান গড়ে দেয় দুই দলের। ১-০ গোলে জয় তুলে কোপা আমেরিকার সেমিফাইনাল নিশ্চিত করেছে ব্রাজিল।

শনিবার বাংলাদেশ সময় ভোর ছয়টা সান্তোসের অলিম্পিক স্টেডিয়ামে বসেছিল কোপার দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল।

দ্বিতীয়ার্ধে ফিরমিনোর বদলে নামা লিগ ওয়ানের দল লিওঁর মিডফিল্ডার লুকাস পাকুয়েতার গোল তোলার পর পর বড় ধাক্কা খায় স্বাগতিকরা। ৪৮তম মিনিটে চিলিয়ান ডিফেন্ডার ইউজেনিও মিনার মুখ বরাবর লাথি মেরে লাল কার্ড দেখতে হয় গ্যাব্রিয়েল জেসুসকে।

১০ জনের ব্রাজিলকে চেপে ধরার চেষ্টা করে আর্থুরো ভিদালরা। ৬২ মিনিটে চিলির পক্ষে জিন মেনেসেস গোল আদায় করেন। অফ সাইডে ঘোষণা দিলে তা বাতিল হয়। শেষ পর্যন্ত সুবিধা করতে পারেনি মার্টিন লাসারতের শিষ্যরা। অন্যদিকে শেষ চারে পা রাখল বর্তমান চ্যাম্পিয়নরা।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া