adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পোলার্ড ও ব্রাভোর দুর্দান্ত পারফরমেন্সে সিরিজ সমতায় ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক : কিরান পোলার্ডের ব্যাটিং ঝড়ের পর ডোয়াইন ব্রাভোর বোলিং তোপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে ২১ রানে জয় তুলে নিল ওয়েস্ট ইন্ডিজ। ফলে পাঁচ ম্যাচের সিরিজে ফিরল ২-২ সমতা। রোববার (৪ জুলাই) হতে যাওয়া পঞ্চম ম্যাচটি তাই ফাইনালে রূপ নিল।

বৃহস্পতিবার (১ জুলাই) বাংলাদেশ সময় রাতে গ্রেনাদায় টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৬৭ রানের পুঁজি গড়ে ওয়েস্ট ইন্ডিজ। ওপেনিংয়ে লেন্ডল সিমন্স ৩৪ বলে ৪টি করে চার ও ছক্কায় ৪৭ রান করেন। অন্যরা সুবিধা করতে না পারলেও অধিনায়ক পোলার্ডের ব্যাটে ঝড় ওঠে। ২৫ বলে অপরাজিত ৫১ রানের ইনিংসে দলকে চ্যালেঞ্জিং পুঁজি এনে দেন তিনি। ২টি চারের সঙ্গে হাঁকান ৫টি ছক্কা।

জবাবে কুইন্টন ডি ককের ৪৩ বলে ৬০ রানের ইনিংসের পরও জয় পায়নি দক্ষিণ আফ্রিকা। কারণ অন্য প্রান্তে ছিল কেবল আসা যাওয়া। তাই ৯ উইকেটে ১৪৬ রানে থেমে যায় সফরকারীদের ইনিংস। – ক্রিকইনফো/ ক্রিকবাজ

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া