adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বের ৮৫ দেশে ছড়িয়েছে করােনার ডেল্টা রূপ, সতর্কতা জারি ডব্লিউএইচও’র

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের ৮৫টি দেশে ছড়িয়েছে করোনাভাইরাসের ডেল্টা রূপ। সামনের দিনগুলোতে এই রূপই বিশ্বজুড়ে তাণ্ডব চালাবে বলে সতর্কবার্তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটি ২২ জুন মহামারি সংক্রান্ত একটি সাপ্তাহিক রিপোর্ট প্রকাশ করেছে। খবর আনন্দবাজারের।

সেই রিপোর্টে বলা হয়েছে, করোনার আলফা রূপ পাওয়া গেছে ১৭০টি দেশে। বিটা রূপ ১১৯টি দেশে, ৭১টি দেশে করোনার গামা রূপ এবং ডেল্টা রূপ পাওয়া গেছে ৮৫টি দেশে।

ভারতে গত মার্চ থেকেই করোনার দ্বিতীয় তরঙ্গ চলছে। এই তরঙ্গে সংক্রমণ যেমন বেড়েছে, তেমনই পাল্লা দিয়ে বেড়েছে মৃত্যু। আর এই হাহাকারের জন্য দায়ী করোনার ডেল্টা রূপ। দ্বিতীয় তরঙ্গে এই রূপই আধিপত্য বিস্তার করায় ভারতজুড়ে সঙ্কটময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

করোনার এই রূপ দ্রুত ছড়িয়ে পড়ছে বিশ্বের অন্য দেশগুলোতে। ইতোমধ্যেই ফ্রান্স, জার্মানি এবং ইংল্যান্ডে এই রূপের কারণে এক ধাক্কায় সংক্রমণ বেড়ে গেছে। করোনার আলফা, বিটা এবং গামা রূপের তুলনায় ডেল্টা রূপের সংক্রমণ ক্ষমতা অনেক বেশি হওয়ায় বিশ্বজুড়ে ফের এই প্রজাতিকে ঘিরে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।

ডেল্টা রূপ বিশ্ব জুড়ে তাণ্ডব চালাতে পারে এই আশঙ্কা করে তাই সতর্কবার্তা জারি করেছে ডব্লিউএইচও।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া