adv
২রা আগস্ট, ২০২১ খ্রিস্টাব্দ | ১৮ই শ্রাবণ, ১৪২৮ বঙ্গাব্দ

ইশা সাহা প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন

বিনােদন ডেস্ক : কদিন ধরেই টালিউডের তারকা দম্পতি ইন্দ্রনীল সেনগুপ্ত ও বরখা বিশতের আলাদা থাকার খবর শোনা যাচ্ছে। আরেক তরুণ অভিনেত্রী ইশা সাহার কারণেই নাকি তাদের সংসারে ভাঙনের সুর। ইন্দ্রনীল সেনগুপ্ত নাকি ইশার সঙ্গে একান্তে সময় কাটাচ্ছেন।

শুরুতেই বিষয়টি অস্বীকার করেছিলেন ইন্দ্রনীল-ইশা। আর ১৩ বছরের দাম্পত্য সম্পর্ক ভাঙার বিশয়টি নেহাত গুজব বলে উড়িয়ে দেন অভিনেতা।

চুপ থাকার পাত্রী নন সোয়েটার খ্যাত নায়িকা ইশা সাহা। তিনি গণমাধ্যমকে বলেছেন, এসব ঘটনায় আগে মন খারাপ হতো। একদম নতুন ছিলাম তো। তখনও নায়ক বা পরিচালকদের নিয়ে আমার সম্পর্কে নানা কথা রটানো হতো। এখন গা সয়ে গেছে। এখন শুনতে হয়, অভিনেত্রী হওয়ার সঙ্গে গুজব রটা নাকি প্যাকেজে আসে।

ইশা সাহা বলেন, অভিনয় করি বলে, কাজ করি বলেই এ সব রটনা রটে। কাজ করি বলেই মানুষ আমাদের চেনে। অভিনয় করব বলেই এই জগতে পদার্পণ। তাই সুযোগ এলে কাজ তো করবই। কিন্তু মাথার মধ্যে তো এই ভুলভাল খবরগুলো ঘুরবেই।

জয় পরাজয় আরো খবর

Comments are closed.

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া