adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইসরাইল-বিরোধী কৌশলগত প্রতিরোধের কেন্দ্র সৃষ্টি করেছে ইরান: হিজবুল্লাহ

আন্তর্জাতিক ডেস্ক : লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর নির্বাহী পরিষদের ডেপুটি চেয়ারম্যান শেখ নাবিল কাউক বলেছেন, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর নেতৃত্বে ইসলামি প্রজাতন্ত্র ইরান ফিলিস্তিনিদের জন্য কৌশলগত প্রতিরোধের কেন্দ্র সৃষ্টি করেছেন।

কয়েকটি আরব দেশের সংগঠনের প্রতিনিধিদলের সদস্যদের সঙ্গে এক বৈঠকে গতকাল (সোমবার) নাবিল কাউক এ মন্তব্য করেন। প্রতিনিধিদলটি অধিকৃত ফিলিস্তিনের সঙ্গে লেবাননের সীমান্ত এলাকা পরিদর্শন করে।

নাবিল কাউক বলেন, এটি এখন প্রমাণিত সত্য যে, ইহুদিবাদীদের হচ্ছে মুসলিম উম্মাহর প্রধান শত্রু এবং আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর নেতৃত্বে ইরান ফিলিস্তিনিদের জন্য ইসরাইলবিরোধী গভীর প্রতিরোধ বলয় গড়ে তুলেছে। ইরানের সর্বাচ্চ নেতা হচ্ছেন ফিলিস্তিনি জনগণ, আল-কুদস, আল-আকসা মসজিদ এবং গাজার ইসলামি প্রতিরোধ আন্দোলনগুলোর এক নম্বর সমর্থক।

বৈঠকে নাবিল কাউক পরিষ্কার করে বলেন, লেবাননের হিজবুল্লাহ এবং গাজার হামাসের মধ্যে যে কৌশলগত সহযোগিতা ও সমন্বয় প্রতিষ্ঠিত হয়েছে তা অমূল্য সম্পদ এবং এই ইস্যুটি এখন ইসরাইলের জন্য দুঃস্বপ্নে পরিণত হয়েছে।- পার্সটুডে

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া