adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নেইমারের দাপটে কোপা আমেরিকায় ব্রাজিলের উড়ন্ত শুরু

স্পোর্টস ডেস্ক : খর্বশক্তির ভেনেজুয়েলার বিপক্ষে নিজে গোল গোল করলেন, সতীর্থকে দিয়েও গোল করালেন। নেইমারের আলো ছড়ানো দিনে সহজ হয়ে কোপা আমেরিকায় শিরোপা ধরে রাখার মিশন শুরু করল স্বাগতিক ব্রাজিল। করোনা জর্জর ভেনেজুয়েলাকে তারা হারাল ৩-০ গোলে।

সোমবার বাংলাদেশ সময় ভোরে ব্রাসিলিয়ার মানে গারিঞ্চায় অনুষ্ঠিত ম্যাচটির প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল ব্রাজিল। ম্যাচের ২৩ মিনিটেই তিতের দলকে লিড এনে দেন পিএসজি ডিফেন্ডার মার্কিনিয়োস। খানিক বাদেই রিশার্লিসন জালে বল জড়ালেও অফসাইডে ছিলেন তিনি।

তবে দ্বিতীয়ার্ধে আরো দুই গোল আদায় করে সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল। ৬৪ মিনিটে স্পট কিক থেকে ২-০ করেন নেইমার। শেষ দিকে পিএসজি ফরোয়ার্ডের এসিস্টে জাল খুঁজে নেন গাব্রিয়েল বারবোসা। তাতেই বড় জয় নিশ্চিত হয়ে তিতের দলের।

এ ম্যাচে ভেনেজুয়েলাকে মাঠে নামতে হয় প্রথম পছন্দের সাত জনকে ছাড়াই। দলটির আট খেলোয়াড় ও কোচিং স্টাফের সদস্যসহ মোট ১২জন করোনা আক্রান্ত হন ম্যাচের আগে। তবে সেই ধাক্কা সামলেই মাঠে নামে দলটি। তবে স্বাভাবিকভাবেই করোনার অমন আঘাতে শক্তি হারায় দলটি। – রিওটাইমস

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া