adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের টানা ষষ্ঠ জয়, প্যারাগুয়েকে হারালো ২-০ গোলে

স্পোর্টস ডেস্ক : দুর্দান্ত ফুটবল খেলছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। তাদের সামনে সব দলই যেনো খেই হারিয়ে ফেলে। প্যারাগুয়ের অবস্থাও একই। বুধবার সকালে দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাই পর্বে প্যারাগুয়ের মুখোমুখি হয়েছিল ব্রাজিল। এর আগে টানা পাঁচটি ম্যাচে জয় পেয়েছিল তারা। নেইমাররা হারিয়েছিল বলিভিয়া, পেরু, ভেনেজুয়েলা, উরুগুয়ে, ইকুয়েডরকে।

প্যারাগুয়ের এস্তাদিও ডীফেন্সোরেস দেল সাসো স্টেডিয়ামে ম্যাচের চার মিনিটের মাথায় এগিয়ে যায় ব্রাজিল। ডি বক্সে বল পেয়ে সহজেই গোল পেয়ে যান নেইমার। প্রথমার্ধে গোল শোধ করতে পারেনি প্যারাগুয়ে। বিরতির পর মাঠে নামে আক্রমণের ধার আরও বাড়িয়ে দেয় দুই দলই। তবে নির্দিষ্ট সময়ে গোল পায়নি কেউই। তবে ম্যাচের অতিরিক্ত সময়ে ৩ মিনিটের মাথায় লুকাস পাকুয়েতার গোলে ব্যবধান দ্বিগুণ করে ব্রাজিল।

বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় ২-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে নেইমাররা। এই জয়ে ৬ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে ব্রাজিল। অন্যদিকে ১২ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে রয়েছে আর্জেন্টিনা।

তবে ম্যাচে ব্রাজিলের নেয়া ১৩ শটের ৪টি ছিল টার্গেট শট। বিপরীতে প্যারাগুয়ের ১০টি মধ্যে ৩টি ছিল টার্গেট শট। ম্যাচে ব্রাজিল ৪৯ ভাগ বল দখলে নিলেও প্যারাগুয়ে নিয়েছিল ৫১ ভাগ। – গোল ডটকম

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া