adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অভিনেতা অনন্ত জলিলের ভবনে এডিসের লার্ভা, ইঞ্জিনিয়ারের জেল

ডেস্ক রিপাের্ট : ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগের জীবাণুবাহী মশার উপস্থিতি পাওয়া গেছে অভিনেতা এবং ব্যবসায়ী অনন্ত জলিলের একটি নির্মাণাধীন ভবনে। এ জন্য ভবনটির ইঞ্জিনিয়ারকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ঢাকা উত্তর সিটি কপোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার সকালে রাজধানীর মোহাম্মদপুর ইকবাল রোডে উদয়াচল পার্ক ও খেলার মাঠে দশ দিনব্যাপী মশকনিধন অভিযান উদ্বোধন করা হয়। পরে ডিএনসিসি মেয়রের উপস্থিতিতে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ কারাদণ্ড দেয়।

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন করপোরেশনের অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মাসুদ হোসেন।

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে করপোরেশনের অভিযানে ডোম-ইনো নামের একটি ডেভলপার্স প্রতিষ্ঠানের নির্মাণাধীন ভবনেও ডেঙ্গুর উপস্থিতি পায় ডিএনসিসি। এসময় কর্তৃপক্ষকে তিন লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এর আগেও একই অপরাধে গত বছর জরিমানা গুনতে হয়েছিল প্রতিষ্ঠানটিকে।

অভিযানে উপস্থিত হয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেছেন, এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে ডিএনসিসির ৫৪টি ওয়ার্ডেই একযোগে শুরু করা হয়েছে মশক নিধনে চিরুনী অভিযান, ডোম-ইনোকে তিন লাখ টাকা জরিমানা এবং অনন্ত জলিলের নির্মাণাধীন প্রতিষ্ঠানের সাইট ইঞ্জিনিয়ারকে দেয়া হয়েছে ৬ মাসের কারাদণ্ড।’

মেয়র জানান, করপোরেশনের উদ্যোগে নগরবাসীকে সচেতন এবং এডিস মশার প্রজনন স্থল ধ্বংস করতে ১ জুন থেকে ১২ জুন পর্যন্ত ১০ দিনব্যাপী মশক নিধন চিরুনী অভিযান চলবে। তবে, শুক্রবার অভিযান বন্ধ থাকবে।

মেয়র বলেন, ‘করোনাকালে যাতে ডেঙ্গু ও চিকুনগুনিয়ায় কার‌ও মৃত্যু না হয়, সেজন্যই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সকল ওয়ার্ডে একযোগে এই কার্যক্রম শুরু করা হয়েছে।’

মেয়র বলেন, ‘এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সকলকে সতর্ক থাকতে হবে। নিজেদের বাসাবাড়িতে ফুলের টব, ছাদ কিংবা অন্য কিছুতে যাতে তিন দিনের বেশি পানি জমে না থাকে সে বিষয়ে খেয়াল রাখতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় নিজেদের ঘরবাড়ি ও আশেপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার মাধ্যমে এডিস মশার বংশ বিস্তারকে রোধ করতে হবে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আতিকুল ইসলাম বলেন, ‘আসন্ন বর্ষা মৌসুমে নগরবাসীকে জলাবদ্ধতা থেকে পরিত্রাণ দিতে ওয়াসা থেকে হস্তান্তরিত খাল ও স্টর্ম স্যুয়ারেজ লাইন পরিষ্কার করা হচ্ছে। করোনা মহামারিকালে স্বাভাবিক পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি খাল ও জলাশয় পরিষ্কার কার্যক্রম অব্যাহত রয়েছে।’

এসময় অন্যদের মধ্যে সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, ডিএনসিসির প্রধান নিবার্হী কর্মকর্তা মো. সেলিম রেজা, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডা. বেনজীর আহমেদ, স্বনামধন্য অভিনেতা ফেরদৌস আহমেদ এবং নাট্য ব্যক্তিত্ব তানভীন সুইটি উপস্থিত ছিলেন

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া