adv
২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভারতের বিপক্ষে নিউজিল্যান্ডকে এগিয়ে রাখলেন ম্যাককালাম

স্পাের্টস ডেস্ক : আগামী ১৮ জুন সাউদাম্পটনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের বিপক্ষে নিজ দেশ নিউজিল্যান্ডকে এগিয়ে রাখছেন কিউইদের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। ৬০-৪০ ব্যবধানে নিউজিল্যান্ডকে এগিয়ে রাখছেন তিনি।

শিরোপা নিধার্রণী ম্যাচে নিজ দেশ নিউজিল্যান্ডকে এগিয়ে রাখার কারণ হিসেবে ম্যাককালাম জানান, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে নিউজিল্যান্ড। আর সেটিই কিউইদের এগিয়ে রাখবে।

২ জুন থেকে ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে নিউজিল্যান্ড। ফাইনালের আগে নিজেদের প্রস্তুত করতে ভালো সুযোগ পাচ্ছে কিউইরা। দু’টি টেস্ট ম্যাচ দিয়েই নিজেদের প্রস্তুতি সাড়বে নিউজিল্যান্ড, এমনটা মনে করছেন অনেকেই। সেই দলে নাম লেখালেন ম্যাককালামও।

‘ইন্ডিয়া টুডে’কে দেয়া এক সাক্ষাৎকারে ম্যাককালাম বলেন, ‘ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলার কারণেই ফাইনালে এগিয়ে থাকবে নিউজিল্যান্ড। আমার মতে, দারুন এক ফাইনাল হবে। তবে ফেভারিটের তকমা নিউজিল্যান্ডের গায়ে। নিউজিল্যান্ড এগিয়ে থাকবে ৬০-৪০ ব্যবধানে। ফাইনালের আগে নিউজিল্যান্ড যে দু’টি ম্যাচ অনুশীলন করতে পারছে, এটিই তাদের এগিয়ে রাখবে।’

ভারতকে সমীহ করে ম্যাককালাম বলেন, ‘ভারত দুদার্ন্ত এক দল। গেল তিন বছর ধরে টেস্ট ক্রিকেটকে শাসন করছে টিম ইন্ডিয়া। ফাইনাল জয়ের প্রবল সম্ভাবনা রয়েছে ভারতের। আমরা জানি, বিরাট কোহলির নেতৃত্বে ভারত কতটা ভালো ও লড়াকু দল। আশা করি, ফাইনালের মঞ্চে সেরা ফাইনালই হবে এবং সেরা দলই জিতবে।’

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের কারনে বর্তমানে যুক্তরাজ্যেই রয়েছে নিউজিল্যান্ড। আর ফাইনাল খেলতে আগামীকাল দেশ ছাড়ার কথা রয়েছে ভারতের।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া