adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রিয়াল মাদ্রিদ ছেড়ে দেওয়ার কারণ জানালেন জিনেদিন জিদান

স্পাের্টস ডেস্ক : রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে দ্বিতীয়বারের মতো ইস্তফা দিয়েছেন জিনেদিন জিদান। স্প্যানিশ দলটির সঙ্গে ফ্রেঞ্চ কিংবদন্তির সম্পর্ক দুই দশকের। প্রথম দফায় কোচ হিসেবে দায়িত্ব পালন করে বিরতি নিয়েছিলেন। তবে দ্বিতীয় দফায় আক্ষেপের সঙ্গে বিদায় নিয়েছেন তিনি।

স্প্যানিশ গণমাধ্যমের মাধ্যমে খোলা চিঠি দিয়েছেন রিয়ালের সদ্য সাবেক কোচ।

তিনি বলেন, ‘আমি চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তার আগে কারণগুলো ব্যাখ্যা করতে চাই। চলে যাচ্ছি, তবে আমি নৌকা থেকে লাফ দিচ্ছি। কোচিং করাতেও ক্লান্ত হয়ে উঠিনি। ২০১৮ সালের মে মাসে আড়াই বছর পর যখন আমার অনেকগুলো ট্রফি হয়ে গিয়েছিল তখন আমি যখন আমি চলে গিয়েছিলাম। আমার মনে হয়েছিল ক্লাবটি শীর্ষ পর্যায়ে থাকতে নতুন নির্দেশনা দরকার। তবে এবারের বিষয়টা আলাদা। চলে যাচ্ছি, কারণ আমার মনে হয়েছে ক্লাব আমার ওপর আস্থা রাখতে পারছে না। মাঝারি বা দীর্ঘ মেয়াদে চলার জন্য যে সমর্থন দরকার সেটাও আমি ক্লাব থেকে পাচ্ছি না।’

বিদায় বেলায় জিদান জানালেন তার রিয়ালে তাকে মূল্যায়ন করা হয়নি।

‘আমি ফুটবল বুঝি, মাদ্রিদের মতো ক্লাবের চাহিদা কী জানি। আমি জানি যখন আপনি জিতবেন না আপনাকে চলে যেতে হবে। তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা সবাই ভুলে গেছে, সবকিছুই ভুলে গেছে আমি কীভাবে দলকে তৈরি করেছি। খেলোয়াড় ও ক্লাবের আরও প্রায় ১৫০ লোকের সঙ্গে আমি যে সম্পর্ক তৈরি করেছি সেটাও ভুলে গেছে। আমি জন্মগত বিজয়ী এবং এখানে ট্রফি জিততে এসেছি। কিন্তু এখানকার মানুষগুলো আরও বেশি গুরুত্বপূর্ণ। তাদের অনুভূতি, জীবন; এসব অনেক সময় বিবেচনায় নেওয়া হয় না বলে আমার মনে হয়েছে। কিন্তু একটা গ্রেট ক্লাবের জন্য এই ব্যাপারটা বোঝা জরুরি। এমনকি এটা নিয়ে কথা বলার জন্য আমাকেও তিরস্কার করা হয়েছে।’

২০০১ সালে খেলোয়াড় হিসেবে যোগ দেন জিদান। ২০০৬ সালে লস ব্লাঙ্কোসদের হয়েই পেশাদার ক্যারিয়ারের ইতি টেনেছেন। ২০১৪ সালে রিয়ালের জুনিয়র টিমের কোচ হিসেবে নিয়োগ পান। দুই বছর মূল দলের দায়িত্ব নেন। ২০১৮ সালে দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন। ১ বছরের মাথায় আবারও জোগ দেন ঐতিহ্যবাহী দলটিতে। দ্বিতীয় মেয়াদে তার বিরুদ্ধে গণমাধ্যমে প্রোপাগ্রান্ডা ছাড়ানো হচ্ছিল বলে দাবি করেন সাবেক এই মিডফিল্ডার।

‘আমরা একসঙ্গে সবাই যে অর্জন করেছি তার সম্মান আমি প্রাপ্য। আমি আশা করেছিলাম, গেল কয়েক মাসে ক্লাব ও প্রেসিডেন্টের সঙ্গে আমার সম্পর্ক অন্য সব কোচদের চেয়ে আলাদা হবে। আমি কোনও সুবিধা আশা করিনি, অবশ্যই না। বর্তমানকালে বড় দলের ডাগআউটে কোচরা দুই মৌসুমের বেশি স্থায়ী হতে পারে না। এর চেয়ে বেশি সময় থাকতে হলে মানবিক সম্পর্কটা দরকার। টাকা, ক্ষমতা বা অন্য যে কোনও কিছুর চেয়েও যা বেশি জরুরি। আপনাকে অবশ্যই এসবের যত্ন নিতে হবে। সেজন্য আমার খুব খারাপ লেগেছিল যখন আমি সংবাদ পড়ি যে আর একটা ম্যাচ হারলেই আমাকে ক্লাব থেকে বের করে দেওয়া হবে। এটা আমাকে ও পুরো দলকে আহত করেছে কারণ ইচ্ছে করে মিডিয়ায় এরকম নেতিবাচক কিছু বার্তা ফাঁস করা হয়েছে, যেটা আরও বেশি সন্দেহ ও ভুল বোঝাবুঝি তৈরি করেছে।’

রিয়ালের হয়ে দুটি করে লা লিগা, সুপার কোপা এস্পানা, উয়েপা সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ এবং তিনটি চ্যাম্পিয়নস লিগ ট্রফি করেছেন জিনেদিন জিদান। দলের খেলোয়াড়দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন তিনি।

‘আমি ভাগ্যবান যে, আমার এমন একটা দল ছিল যারা আমার জন্য জীবনও দিতে পারে। যখন ব্যাপারগুলো বাজে হয়ে যাচ্ছিল তারা দারুণ জয়ে আমাকে বাঁচিয়েছে। তারা আমার ওপর বিশ্বাস রেখেছে, আমিও তাদের ওপর বিশ্বাস রেখেছি। অবশ্যই আমি বিশ্বের সেরা কোচ নই, তবে খেলোয়াড়, মেম্বার, কোচিং স্টাফ বা রিয়ালের যে কারও যে শক্তি আর আত্মবিশ্বাস দরকার, সেটা আমি দিতে পারি বলেই মনে করি। আমি জানি দল কী চায়। মাদ্রিদে ২০ বছরে আমি আপনাদের কাছ থেকে শিখেছি ভক্তরা সবসময় জয় চায়, কিন্তু তার আগে কোচ, স্টাফ, খেলোয়াড়সহ সবাইকে নিজেদের সেরাটা দিতে হবে। আমি নিশ্চিত করতে পারি, সেই শতভাগ আমি দিয়েছি।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া