adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কলাবাগানে বাসা থেকে গ্রিন লাইফ হাসপাতালের নারী চিকিৎসকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কলাবাগানের একটি বাসা থেকে কাজী সাবেরা রহমান (৪৭) নামের এক চিকিৎসকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে ৫০/১, ফাস্টলেনের বাসার নিজ ঘর থেকে তার লাশটি উদ্ধার করা হয়।

সাবেরা গ্রিন লাইফ হাসপাতালের রেডিওলোজি বিভাগের চিকিৎসক ছিলেন।

প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, ওই চিকিৎসককে হত্যা করা হতে পারে।

এদিকে ঘটনাস্থলে পৌঁছেছে সিআইডির ক্রাইম সিন ইউনিট ও মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তারা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছেন।

পুলিশ জানিয়েছে, ওই চিকিৎসক গ্রিন লাইফ হাসপাতালে কর্মরত ছিলেন। যে বাসায় ওই চিকিৎসক থাকেন সেখানে আরও দুটি রুম সাবলেট দেওয়া আছে। ওই চিকিৎসকের পিটে ও গলায় জখমের চিহ্ন আছে। ডা. সাবেরা ওই ফ্ল্যাটে নিজের কক্ষে একাই থাকতেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে থানায় নেওয়া হচ্ছে।

ওই ভবনের মালিক ও ফ্ল্যাটের সহ ভাড়াটিয়ারা (সাবলেট) থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

রমনা পুলিশের গোয়েন্দা বিভাগের উপকমিশনার এইচএম আজিমুল হক জানান, খবর পেয়ে কলাবাগান থানা ও রমনা পুলিশের গোয়েন্দা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন। সেখানে কাজ করছে সিআইডির ফরেনসিক বিভাগও। তিনি জানান, প্রাথমিক আলমত দেখে মনে হচ্ছে ওই চিকিৎসককে হত্যা করা হয়েছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া