adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

যুদ্ধবিরতির পরও ফি’লিস্তিনিদের হত্যা করছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক : দখলদার ইসরায়েলি বাহিনী শুক্রবার অধিকৃত পশ্চিম তীরে এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ কথা জানিয়েছে আল আরাবির।

মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বসতি বাড়ানোর প্রতিবাদে নাবলুসের দক্ষিণে বেইতা গ্রামে বিক্ষোভে অংশ নিয়েছিলেন ২৮ বছর বয়সী জাকারিয়া হামায়েল। এসময় তার বুকে তাজা বুলেট লাগে।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা এ ঘটনার তদন্ত করছে। ফিলিস্তিনের সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, বেইতার বাইরে জাবাল স্বেইহ পাহাড়ের পাদদেশে শত শত ফিলিস্তিনি বিক্ষোভ জানাতে জড়ো হয়।

বসতি স্থাপনের জন্য এই জায়গা চিহ্নিত করেছে দখলদার ইসরায়েল। এরই প্রতিবাদ জানাতে দলে দলে মানুষ রাস্তায় নেমে আসে।

ফিলিস্তিন রেড ক্রিসেন্ট জানিয়েছে, এসময় জনতাকে লক্ষ্য করে তাজা বুলেট, রাবার-কোটেড মেটাল বুলেট এবং কাঁদানে গ্যাস ছোঁড়ে ইসরায়েলি বাহিনী। এ ঘটনায় ২৩ জন আহত হয়।

এর আগে মঙ্গলবার রামাল্লাহ’র কাছে আল-আমারি শরাণার্থী শিবিরে অভিযান চালিয়ে এক ফিলিস্তিনি যুবককে হত্যা করে ইসরায়েলি বাহিনী।

গাজায় ১১ দিন নির্বিচার আগ্রাসন চালানোর পর যুদ্ধবিরতি প্রতিষ্ঠার পর থেকেই পশ্চিম তীরে ব্যাপক ধারপাকড় করছে ইসরায়েলি বাহিনী।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া