adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

সাকিব আল হাসান একটি উইকেটের অপেক্ষায়

নিজস্ব প্রতিবেদক : বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান অধীর আগ্রহে অপেক্ষার প্রহর গুণছেন কখন বল মাঠে গড়াবে। আর মাত্র ১ উইকেট নিলেই এককভাবে দুটি রেকর্ডের মালিক হবেন তিনি। ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেটশিকারি হতে আর মাত্র ১টি উইকেট প্রয়োজন সাকিবের। সেটি আজ শুক্রবার (২৮ মে) শ্রীলঙ্কার বিরুদ্ধে বল করে পূর্ণ করতে চান।

বর্তমানে সাবেক সফল অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজার সমান ২৬৯ উইকেট রয়েছে সাকিবের নামের পাশে। আর ১টি উইকেট শিকার করলেই বাংলাদেশের পক্ষে ওয়ানডেতে সর্বোচ্চ উইকেট শিকারি হবেন সাকিব। মাশরাফী ২১১টি ও সাকিব ২১৮টি ম্যাচ খেলেছেন।

এ ছাড়া এক ভেন্যুতে সর্বোচ্চ উইকেট শিকারের মালিক হবার সুযোগ সাকিবের সামনে। সেটি করতে পারলে, পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরামকে ছাপিয়ে যাবেন সাকিব। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ৭৭ ম্যাচে ১২২ উইকেট নিয়েছেন আকরাম। আর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৮৪ ম্যাচে ১২২ উইকেট রয়েছে সাকিবের। তাই আকরামকে টপকে যেতে ১ উইকেট প্রয়োজন সাকিবের। শ্রীলঙ্কার বিপক্ষে চলমান তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুটিতে ৩ উইকেট নিয়েছেন সাকিব।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া