adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

লঙ্কানদের হোয়াইটওয়াশ করতে চায় তামিম সেনারা

নিজস্ব প্রতিবেদক : মুশফিক নির্ভরতা কমাতে হবে, যার কল্যাণে শ্রীলঙ্কার বিরুদ্ধে টানা দুই ম্যাচ জিতে প্রথমবারের মতো সিরিজ ঘরে তুলেছে বাংলাদেশ, সেই মুশফিক যদি কোনোভাবে নিজেকে হারিয়ে ফেলেন তা হলেই শেষ ম্যাচে শুক্রবার (২৮ মে) টাইগারদের বিপদ অবিসম্ভাবী। তাই সিরিজের শেষ ম্যাচে সাকিব, তামিম ও মাহমুদউল্লাহদের প্রমাণের সময়। এই ম্যাচ জিততে পারলেই ঘরের মাঠে ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে লঙ্কানদের হোয়াইটওয়াশ করার আরেক ইতিহাস সৃষ্টি করবে টাইগার সেনারা।

দেশে যখন করোনাভাইরাসের প্রকোপ, নতুন করে অশান্তি সৃষ্টি ব্ল্যাক ফাঙ্গাসে, ইয়াস ঝড়ে দুঃশ্চিন্তাগ্রস্ত, ঠিক সেই মুহূর্তে গত মঙ্গলবার শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমবারের মতো সিরিজ জয়ের আনন্দের বার্তা ছড়িয়ে দিলেন টাইগার সেনারা। জাতিও যেনো নানা হতাশার মধ্যে একটু শান্তির পরশ পেলো।

আনন্দের ধারাবাহিকতা অটুট রাখতে তারুণ্যনির্ভর লঙ্কানদের বিপক্ষে শুক্রবার মাঠে নামবে বাংলাদেশের ওরা ১১ জন। দলে একটি পরিবর্তনেরও আভাস পাওয়া গেছে। লিটন দাসের জায়গায় মাঠে দেখা যেতে পারে তরুণ ওপেনার নাঈম শেখকে।

তবে টিম ম্যানেজমেন্ট বলছে, বাংলাদেশের ক্রিকেটাকাশ যেনো কালো মেঘে ঢাকা থাকে। এবার সেই মেঘ সরিয়ে লঙ্কানদের বিরুদ্ধে দাপটের সঙ্গেই সিরিজ জিতেছে বাংলাদেশ। শেষ ওয়ানডে ম্যাচেও জয়ের ধারাবাহিকতা বজায় রেখে লঙ্কানদের বিরুদ্ধে নতুন ইতিহাস সৃষ্টি করবে তামিম সেনারা। সেভাবেই দল সাজানো হয়েছে। মিরপুর স্টেডিয়ামে দিবা/রাত্রির এই ম্যাচ দুপুর ১টায় শুরু হবে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া