adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ম্যারাডোনার মৃত্যুর ঘটনায় চিকিৎসক ও স্বাস্থ্যসেবা কর্মীসহ ৭ জন অভিযুক্ত

স্পোর্টস ডেস্ক : ইএসপিএনের বৃহস্পতিবারের (২০ মে) প্রতিবেদনে বলা হয়েছে, সান ইসিদ্রোর প্রসিকিউটরস অফিস বিচারকের কাছে ওই অভিযুক্তদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়ার অনুরোধ জানিয়েছে

অভিযুক্ত সবাই মৃত্যুর আগে ম্যারাডোনার চিকিৎসায় নিয়োজিত ছিলেন। বিশ্ব ফুটবলকে স্তব্ধ করে গত ২৫ নভেম্বর ম্যারাডোনা না ফেরার দেশে পাড়ি দেন। পরে ম্যারাডোনার চিকিৎসায় নিয়োজিতদের বিরুদ্ধে দায়িত্ব অবহেলার অভিযোগ ওঠে। ম্যারডোনার মেয়ের অভিযোগের ভিত্তিতে শুরু হয় তদন্ত।

এ মাসের শুরুতে ম্যারাডোনার মৃত্যুর ঘটনা তদন্তে গঠিত চিকিৎসকদের বিশেষজ্ঞ প্যানেল জানায়, ম্যারাডোনা মৃত্যুর আগে অযতেœ ভুগেছেন। তার সুস্থতার জন্য দায়িত্বে থাকা চিকিৎসক-নার্সরা যথেষ্ট সোচ্চার ছিলেন না। কিংবদন্তি ফুটবলারের চিকিৎসক দল ‘অনুপযুক্ত, যথেষ্ট নয় এবং যতœহীন’ ছিল বলে অভিযোগ আনেন তারা।

যে সাতজনের বিরুদ্ধে ম্যারাডোনাকে হত্যার অভিযোগ আনা হয়েছে, তাদের মধ্যে স্নায়ু শল্যচিকিৎসক লিয়োপল্ডো লুক, মনোরোগ বিশেষজ্ঞ অগাস্টিনো কোসাশভ এবং মনোবিজ্ঞানী কার্লোস ডিয়াজ রয়েছেন বলে খবর। অভিযোগ প্রমাণিত হলে, ৮ থেকে ২৫ বছরের কারাদ- হতে পারে অভিযুক্তদের। – ইএসপিএন

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া