adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শ্রীলঙ্কার বিরুদ্ধে টাইগারদের ওয়ানডে স্কোয়াডে ফিরেছেন সাকিব, নতুন মুখ শরিফুল

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে আগামী ২৩ মে থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এই সিরিজকে সামনে রেখে প্রথম দুই ম্যাচের জন্য ওয়ানডে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ঘোষিত ১৫ সদস্যের দলের সঙ্গে রাখা হয়েছে চারজন স্ট্যান্ড বাই খেলোয়াড়। তারা ব্যাটসম্যান নাঈম শেখ, স্পিনার তাইজুল ইসলাম, আমিনুল ইসলাম বিপ্লব ও পেসার শহিদুল ইসলাম। টেস্ট ও টি-টোয়েন্টির পর ওয়ানডে দলে জায়গা হয়েছে পেসার শরিফুল ইসলামের। লম্বা সময় পর দলে ফিরেছেন ওয়ানডের বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান।
২৩ ও ২৫ তারিখে প্রথম দুই ওয়ানদের পর ২৮ মে হবে তৃতীয় ও শেষ ওয়ানডে। তিনটি ম্যাচই হবে মিরপুরের শের ই বাংলা স্টেডিয়ামে। দিবারাত্রির তিনটি ম্যাচই শুরু হবে দুপুর ১টা থেকে।
বাংলাদেশ দল : তামিম ইকবাল খান (অধিনায়ক), লিটন কুমার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, শেখ মাহেদী হাসান, শরিফুল ইসলাম।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া