adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনাভাইরাসে একদিনে পশ্চিমবঙ্গে রেকর্ড মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : করোনায় একদিনে রেকর্ড সংখ্যক মানুষের মৃত্যু দেখল ভারতের পশ্চিমবঙ্গ। গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ১৩৬ জন। এতে পশ্চিমবঙ্গে করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ১২ হাজার ৯৯৩ জনে।

শুক্রবার (১৪ মে) স্বাস্থ্য অধিদফতর জানায়, পশ্চিমবঙ্গে ৭০ হাজার ৫১ জনের নমুনা পরীক্ষায় পজিটিভি এসেছে ২০ হাজার ৮৪৬ জনের। আক্রান্তের হার ৯ দশমিক ৬৮ শতাংশ। উত্তর ২৪ পরগনায় সংক্রমণ ৪ হাজারের উপরে রয়েছে। তার পরই কলকাতা। উত্তর ২৪ পরগনা ও কলকাতায় আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৪ হাজার ১৯৭ ও ৩ হাজার ৯৫৫ জন।

এছাড়া কলকাতায় ৪২ জন এবং উত্তর ২৪ পরগনায় ৩৪ জনের মৃত্যু হয়েছে। হাওড়ায় মৃত্যু হয়েছে ৫ জনের। ১২ জন মারা গেছে দক্ষিণ ২৪ পরগনায়।

গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়েছেন ১৯ হাজার ১৩১ জন। এখনও পর্যন্ত সুস্থতার হার ৮৬ দশমিক ৭৮ শতাংশ। বর্তমানে সক্রিয় করোনা আক্রান্ত ১ লাখ ৩১ হাজার ৭৯২ জন।

এদিকে গত তিন দিন ধরে ভারতে করোনায় দৈনিক আক্রান্ত ও মৃত্যুহারে কিছুটা নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। শনিবার (১৫ মে) আক্রান্ত হয়েছে ৩ লাখ ২৬ হাজার ১২৩ জন। যা শুক্রবারের তুলনায় প্রায় ১৬ হাজার কম। আর মৃত্যু হয়েছে ৩ হাজার ৮৭৯ জন মানুষের। শুক্রবার দেশটিতে মৃত্যু হয়েছিল ৩ হাজার ৯৯৯ জনের।

এছাড়া আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ৪৩ লাখ ৭২ হাজার ২৪৩ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২ লাখ ৬৬ হাজার ২৯৯ জনের।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া