adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শেষ মুহূর্তের সেভিয়ার আত্মঘাতী গোলে পরাজয় থেকে রক্ষা পেলো রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক : স্প্যানিশ লা লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার স্বপ্ন নিয়ে মাঠে নেমেছিলো বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। স্বপ্ন তাদের স্বপ্নই থেকে গেলো। প্রতিপক্ষ সেভিয়ার বিরুদ্ধে জয় তো দূরের কথা, ড্র করাই ছিলো তাদেও জন্য দুঃস্বপ্ন। এক পর্যায়ে জিদানের দল হারতেই বসেছিলো। তবে ঘটনাবহুল এই ম্যাচে দুবার পিছিয়ে পড়ে দারুণভাবে ঘুরে দাঁড়াল জিদান সেনারা। উজ্জীবিত সেভিয়ার বিপক্ষে ড্র করে স্বস্তির এক পয়েন্ট পেল জিনেদিন জিদানের দল।

আলফ্রেদো দি স্তেফানো স্টেডিয়ামে রোববার (৯ মে) রাতে ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। ফের্নান্দোর গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় সেভিয়া। মার্কো আসেনসিও বদলি নেমে সমতা টানার পর ইভান রাকিতিচের স্পট কিকে আবারও পিছিয়ে পড়ে রিয়াল। শেষ পর্যন্ত আত্মঘাতী গোলে হার এড়ায় তারা।

জিতলেই লা লিগার শিরোপা ভাগ্য হাতে নিতে পারত রিয়াল। উল্টো আগের মতোই নির্ভর করতে হবে আতলেতিকো মাদ্রিদের হোঁচট খাওয়ার ওপর। সঙ্গে জিততে হবে নিজেদের বাকি সব ম্যাচ।

৩৫ রাউন্ড শেষে ৭৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আতলেতিকো। রিয়াল ও বার্সেলোনার পয়েন্ট সমান ৭৫। তবে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে দুইয়ে রিয়াল। ৭১ পয়েন্ট নিয়ে চার নম্বরে সেভিয়াও আছে শিরোপা লড়াইয়ে। আসরে প্রথম দেখায় সেভিয়ার মাঠে তাদের গোলরক্ষক ইয়াসিন বোনোর আত্মঘাতী গোলে কোনোমতে জিতেছিল রিয়াল। এবারও প্রতিপক্ষের ভুলেই পয়েন্ট পেল তারা। – মার্কা/ গোল ডটকম

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া