adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আটক ১০০ কোটি ডলার অবমুক্ত করার খবর অস্বীকার করল আমেরিকা

আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকা নিজের কাছে আটক থাকা ইরানের বিপুল পরিমাণ অর্থ থেকে ১০০ কোটি ডলার অবমুক্ত করতে পারে বলে একটি নিউজ চ্যানেল যে খবর দিয়েছিল তা অস্বীকার করেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস এক টুইটার বার্তায় লিখেছেন, “আমরা একতরফাভাবে ইরানের অর্থ মুক্ত করার বিষয়টি পর্যালোচনা করছি বলে যে খবর বেরিয়েছে তা সঠিক নয়।আমেরিকা একতরফাভাবে কোনো পদক্ষেপ নেবে না বরং দ্বিপক্ষীয়ভাবে উদ্যোগ নেয়া হলে তখনই এ কাজ করবে ওয়াশিংটন।”

তার এ বক্তব্যের কয়েক ঘণ্টা আগে মার্কিন নিউজ চ্যানেল সিএনএন এক রিপোর্টে দাবি করেছিল, ইরান যাতে মানবিক কাজে ব্যবহার করতে পারে সেজন্য জো বাইডেন সরকার ইরানের ১০০ কোটি ডলার অর্থ অবমুক্ত করার কথা চিন্তাভাবনা করছে। ইরানের পক্ষ থেকে এ খবরের ব্যাপারে এখনো কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতি অনুসরণ করে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৮ সালের মে মাসে পরমাণু সমঝোতা থেকে আমেরিকাকে বের করে নেন। এরপর এক বছর পর্যন্ত ইরান এই সমঝোতা বাস্তবায়নে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ ছিল কিন্তু অন্য পক্ষগুলো সমঝোতা বাস্তবায়ন না করায় ৩৬ অনুচ্ছেদ অনুসারে ইরান সমঝোতার বেশকিছু ধারা বাস্তবায়ন স্থগিত করে দেয়।

বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার দেশকে এই সমঝোতায় ফিরিয়ে আনার আগ্রহ প্রকাশ করলেও তিনি ইরানকে আগে তার প্রতিশ্রুতিতে পুরোপুরি ফিরে যাওয়ার আহ্বান জানাচ্ছেন। কিন্তু ইরান বলেছে, আমেরিকা আগে এই সমঝোতা থেকে বেরিয়ে গেছে বলে তাকে আগে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে এতে ফিরে আসতে হবে।- পার্সটুডে

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া