adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রাফায়েল নাদাল দ্বিতীয়বার লরিয়াস পুরস্কার পেলেন, নারী বিভাগে নাওমি ওসাকা

স্পোর্টস ডেস্ক : ক্রীড়াঙ্গনের সম্মানজনক এই পুরস্কারের নারী বিভাগের বর্ষসেরাও হয়েছেন টেনিস তারকা, জাপানের নাওমি ওসাকা। স্পেনের সেভিয়ায় বৃহস্পতিবার (৬মে) ডিজিটাল পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

গত বছরের ফরাসি ওপেন জিতে টেনিস এককে রজার ফেদেরারের সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ডে ভাগ বসান নাদাল। একই সঙ্গে ক্লে কোর্টের রাজা ফরাসি ওপেনে শিরোপা জয়ের রেকর্ডটাকে নিয়ে যান সবার ধরাছোঁয়ার বাইরে, ১৩টি।
২০১১ সালে প্রথম এই পুরস্কার জিতেছিলেন নাদাল।

আর প্রথমবার পুরস্কারটি পাওয়া ওসাকা গত বছর জিতেছিলেন ইউএস ওপেন। সেটি তার ক্যারিয়ারের চতুর্থ গ্র্যান্ড স্ল্যাম।
বর্সসেরা দল নির্বাচিত হয়েছে গত বছরের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী বায়ার্ন মিউনিখ। আজীবন সম্মাননা পেয়েছেন যুক্তরাষ্ট্রের কিংবদন্তি টেনিস খেলোয়াড় বিলি জন কিং।

২০০০ সাল থেকে পুরস্কারটি দেওয়া হচ্ছে। পুরুষ বিভাগে এখন পর্যন্ত সর্বোচ্চ চারবার সেরা হয়েছেন ফেদেরার, এর মধ্যে আছে টানা চারবার। আর নারী বিভাগে সবচেয়ে বেশি চারবার জিতেছেন সেরেন্ াউইলিয়ামস। গতবছর পুরুষ বিভাগে যুগ্মভাবে সেরা হয়েছিলেন লিওনেল মেসি ও লুইস হ্যামিল্টন। প্রথম ফুটবলার হিসেবে পুরস্কারটি জিতেছিলেন বার্সেলোনা তারকা মেসি।- জি নিউজ

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া