adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরেছেন সাকিব ও মুস্তাফিজ

নিজস্ব প্রতিবেদক : দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান ভারত থেকে দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (৬ মে) বিকেলে বাংলাদেশের দুই ক্রিকেটারকে বহনকারী চাটার্ড বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিমানবন্দর সমন্বয়ক ওয়াসিম খান জানান, বিমানবন্দর থেকে সরাসরি সোনারগাঁও হোটেলে উঠবেন তারা। সেখানে সরকারের নির্দেশনা মেনে ১৪ দিনের কোয়ারেন্টিন করতে হবে তাদের। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) অংশ নিয়েছিলেন সাকিব-মুস্তাফিজ। ১৪তম আসর স্থগিত হওয়ার পর দেশে ফিরতে হলো তাদের।

সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে কোয়ারেন্টিন সময় কমানো জন্য আবেদন করেছিল বিসিবি। যেহেতু ভারত ফেরত সেহেতু ছাড় দেয়া হবে না তাদের। এমনটাই জানিয়ে দেয় স্বাস্থ্য অধিদপ্তর।
করোনাকালীন আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে অংশ নেন সাকিব। অন্যদিকে রাজস্থান রয়্যালসের জার্সিতে খেলেছেন মুস্তাফিজুর রহমান।

জি নিউজ জানায়, কলকাতা ও রাজস্থানের সমন্বিত খরচে সাকিব ও মুস্তাফিজের জন্য এই চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করা হয়।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া