adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঈদুল ফিতরের আগেই চীনা টিকা পাওয়ার প্রত্যাশা পররাস্ট্র মন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ঈদুল ফিতরের আগেই চীনা টিকা পাওয়ার প্রত্যাশা করছেন। তিনি বলেছেন, ঈদুল ফিতরের আগেই টিকা ডেলিভারি দিতে চীন সরকার কাজ শুরু করেছে।

তিনি বলেন, ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং সম্প্রতি জানিয়েছেন যে, টিকা ঈদের আগেই ঢাকায় আসা শুরু করবে।

অন্যদিকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক নির্দিষ্ট করে জানিয়েছেন ১০ মে চীনের টিকা আসবে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ও চীন ও রাশিয়ার সঙ্গে সংযোগ স্থাপন করবে- এমনটা উল্লেখ করে ড. মোমেন বলেন, ‘কখন এবং কত ডোজ টিকা কীভাবে আসবে তা স্বাস্থ্য মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে। তারা জানে কখন এটা আমাদের দরকার।’

মন্ত্রী বলেন, ‘চীনে পাঁচ দিনের মে দিবসের ছুটি চলছে যা ৫ মে শেষ হবে। এই ছুটির কারণে চীনে সবকিছু বন্ধ থাকবে।’

টিকা পেতে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সঙ্গেও যোগাযোগ চলছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘অর্ডারের ভিত্তিতে ভ্যাকসিন উৎপাদন হওয়ায় কিছু সময় লাগবে।’ সূত্র: ইউএনবি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া