adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

আইপিএলে চেন্নাই ২১৮ করেও হারল মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে

স্পাের্টস ডেস্ক : অম্বাতি রায়ডুর ঝোড়ো ইনিংসে রানের পাহাড় গড়েছিল চেন্নাই সুপার কিংস। তবে কিয়েরন পোলার্ডের টর্নেডো ইনিংসে সেই পাহাড়ও টপকে গেল মুম্বাই ইন্ডিয়ান্স।

শনিবার চেন্নাইয়ের দেওয়া ২১৯ রান তাড়া করে ৪ উইকেটে জয় তুলে নেয় মুম্বাই। আইপিএলের ইতিহাসে যা দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়।

১৭ বলে ফিফটি করা পোলার্ড শেষ পর্যন্ত ৩৪ বলে অপরাজিত ৮৭ রানের ইনিংস খেলেন।

শেষ ওভারে ১৬ রান দরকার ছিল মুম্বাইয়ের। লুঙ্গি এনগিদির করা প্রথম বল ছিল ডট। এরপর পোলার্ড দুটি চার হাঁকান। চতুর্থ বলটি ডট হওয়ার পর একটি ছক্কা হাঁকান পোলার্ড। শেষ বলে ২ রান নিয়ে দলের জয় নিশ্চিত করেন। ৮ ছক্কা ও ৬ চারে পোলার্ড তার ইনিংস সাজান।

এর আগে রাইডুর ২৭ বলে ৭২ রানের ইনিংসে ভর করে ৪ উইকেটে ২১৮ রানের পুঁজি পায় চেন্নাই। এ ছাড়া মইন আলি ৫৮ ও ফ্যাফ ডু প্লেসি ৫০ রান করেন।

রান তাড়া করতে নেমে ৮১ রানে ৩ উইকেট হারিয়ে মুম্বাই কিছুটা চাপেই ছিল। তবে ক্রুনাল পান্ডিয়া (৩২) ও হার্দিক পান্ডিয়াকে (১৬) নিয়ে সেই চাপ দূর করেন পোলার্ড। ম্যাচসেরাও তিনি।

হারলেও ৭ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে চেন্নাই। অন্যদিকে ৭ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে চার নম্বরে উঠে এল মুম্বাই।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া