adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

অনেক কষ্টে জিতলো অ্যাতলেতিকো মাদ্রিদ, এগিয়ে থাকলো শিরোপা দৌড়ে

স্পোর্টস ডেস্ক : এ যেনো ড্র করতে করতে জিতে যাওয়া। প্রতিপক্ষ এলচেকে কোনোভাবেই বাগে আনতে পারছিলো না শিরোপা প্রত্যাশি অ্যাতলেতিকো মাদ্রিদ। একদম শেষ মুহূর্তে জয়ের দেখা পেলো দলটি।

যে কারণে লা লিগার শিরোপার লড়াইটা এবার জমজমাট। একেবার শেষে এসেও চারটি দল শিরোপার রেসে আছে। বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ ও সেভিয়ার চেয়ে অবশ্য আতলেতিকো এ ক্ষেত্রে কিছুটা এগিয়ে। তবে এলচের বিপক্ষে পয়েন্ট হারিয়ে প্রায়ই বিপাকে পড়ে যাচ্ছিল দলটি। ভাগ্য যে, গোল পোস্ট বাঁচিয়ে দিল তাদের।

শনিবার (১ মে) মার্কোস লরেন্তের একমাত্র গোলে এলচেকে ১-০ গোলে হারায় আতলেতিকো মাদ্রিদ। তবে যোগ করা সময়ে পেনাল্টি থেকে সমতায় ফিরতে পারত এলচে। সে ক্ষেত্রে মহামূল্যবান দুটি পয়েন্ট হারাত আতলেতিকো। তবে দলটি বেঁচে যায় চাভেস দে লা টরের নেওয়ার স্পট কিক পোস্টে লেগে ফেরায়।

এই জয়ের ফলে ৩৪ ম্যাচ ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আতলেতিকো। আসরে আর মাত্র ৪ ম্যাচ বাকি তাদের। এই ম্যাচগুলোতে পয়েন্ট না হারালে চ্যাম্পিয়ন হবে আতলেতিকোই। – মার্কা/ গোল ডটকম

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া