adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শাকিব খান এবার ‘ভ্যাকসিন চ্যাম্পিয়ন’

বিনােদন ডেস্ক : এবার শাকিব খানকে ‘ভ্যাকসিন চ্যাম্পিয়ন’ ঘোষণা করেছে জাতিসংঘের শিশু উন্নয়ন ও নিরাপত্তাবিষয়ক সংস্থা ইউনিসেফ বাংলাদেশ। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বিকেল সংস্থাটির ফেসবুক পেজ এক পোস্টের মাধ্যমে বিষয়টি জানানো হয়।

‘ইউনিসেফ বাংলাদেশ’ তাদের ফেসবুক পেজে লিখেছে, ‌‘বাংলাদেশের সর্বপ্রিয় অভিনেতা এবং একজন সম্মানিত প্রযোজক শাকিব খান। তার আরও একটি পরিচয় আছে- তিনি প্রকৃত অর্থে একজন দায়িত্ববান নাগরিক। সঠিক সময়ে করোনাভাইরাস টিকা নিয়ে তিনি নিজের ও নিজ কমিউনিটির সুরক্ষা নিশ্চিত করেছেন। এই বিশ্ব টিকাদান সপ্তাহে ইউনিসেফের ভ্যাকসিন চ্যাম্পিয়ন হয়ে তিনি আপনাকেও আহ্বান জানাচ্ছেন; সঠিক সময়ে আপনার এবং সন্তানের টিকাদান নিশ্চিত করুন।’

বিশ্ব টিকা সপ্তাহ উপলক্ষে ইউনিসেফ বাংলাদেশ এ প্রচার চালাচ্ছে। ভ্যাকসিন গ্রহণে মানুষকে উৎসাহ দিতেই শাকিব খানকে নিয়ে বিশেষ প্রচারণায় নেমেছে সংস্থাটি। এর আগে মেহজাবীন চৌধুরী, টয়া, পিয়া জান্নাতুল, সাফা কবির, বিদ্যা সিনহা মিম, সাবিলা নূর, নাবিলাকে ‘ভ্যাকসিন চ্যাম্পিয়ন’ ঘোষণা করেছিল ইউনিসেফ বাংলাদেশ।

এ প্রসঙ্গে শাকিব খান বলেন, ‘টিকা আমাকে, আমার আপনজনদের এবং আমার দেশকে পোলিও, হাম এবং টিবির মতো মারাত্মক রোগ থেকে রক্ষা করেছে। আমি করোনাভাইরাস টিকা নিয়েছি যাতে আমার আপনজনদের নিরাপদ রাখতে পারি। যখন আপনার সময় আসবে, তখন টিকা আপনাকে এবং আপনার আপনজনদেরকে নিরাপদ রাখবে।’

এর আগে, গত ৫ এপ্রিল রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজিতে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছিলেন শাকিব খান। তবে দ্বিতীয় ডোজ কবে নিবেন সে ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া