adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রথম দিনেই পাকিস্তানের নিয়ন্ত্রণে হারারে টেস্ট

স্পাের্টস ডেস্ক : দুই পেসার শাহিন শাহ আফ্রিদি ও হাসান আলির বোলিংয়ে দাপটে দাঁড়াতেই পারলেন না স্বাগতিক জিম্বাবুয়ের ব্যাটাররা। হারারে স্পোর্টস ক্লাব মাঠে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনেই ম্যাচের পুরো নিয়ন্ত্রণ চলে গেল পাকিস্তানের হাতে।

বৃহস্পতিবার টস জিতে ব্যাট করতে নামা জিম্বাবুয়ে প্রথম ইনিংসে গুটিয়ে যায় ১৭৬ রানে। শাহিন ও হাসান ৪টি উইকেট তুলে নেন। পরে পাকিস্তান দিনের খেলা শেষ হওয়ার আগে তাদের প্রথম ইনিংসে বিনা উইকেটে ১০৩ রান তুলে। জিম্বাবুয়ের চেয়ে আর ৭৩ রানে পিছিয়ে দলটি।

আবিদ আলি ৫৬ ও ইমরান বাট ৪৩ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন। দুজনের ব্যাটে প্রথম ইনিংসে বড় সংগ্রহের স্বপ্ন দেখছে পাকিস্তান।

এ ম্যাচে পাকিস্তানের হয়ে অভিষেক হয়েছে অর্থডক্স অফ স্পিনার সাজিদ খানের। তবে প্রথম ইনিংসে কোনো উইকেটের দেখা পাননি তিনি।

জিম্বাবুয়ে ৩০ রান করতেই ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায়। সেই ধাক্কা আর সামলে উঠতে পারেনি দলটি। রয় কাইয়া স্বাগতিকদের সর্বোচ্চ ৪৮ রান করেন।

২০১৩ সালের পর এই প্রথম টেস্টে মুখোমুখি পাকিস্তান ও জিম্বাবুয়ে। দুই দলের আগের ১৭ দেখায় পাকিস্তানের জয় ১০টিতে, জিম্বাবুয়ের ৩টি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া