adv
১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দেশে করোনাভাইরাসে একদিনে আবার শতাধিক মৃত্যু, নতুন আক্রান্ত ৩ হাজার ৪৭৩ জন

নিজস্ব প্রতিবেদক: দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় মৃত্যু আবারও শতক ছাড়াল। এ সময়ে মারা গেছেন ১০১ জন। গতকালও একই সংখ্যার মৃত্যুর তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর, যা একদিনে সর্বোচ্চ মৃত্যু্। এর আগে ১৪ এপ্রিল মারা যান ৯৬ জন, ১৫ এপ্রিল মারা যান ৯৪ জন।

শনিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় ৩ হাজার ৪৭৩ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হন। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ লাখ ১৫ হাজার ২৫২ জনে।

এছাড়া, গত একদিনে সুস্থ হয়েছেন পাঁচ হাজার ৯০৭জন। এ নিয়ে মোট সুস্থ হয়ে উঠা রোগীর সংখ্যা ছয় লাখ ৮ হাজার ৮১৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, নতুন যারা মারা গেছেন তাদের মধ্যে ৬৯ জন পুরুষ ও ৩২জন নারী। এ নিয়ে ১০ হাজার ২৮৩ জন মারা গেলেন করোনায়।

দেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে। কয়েক মাস সংক্রমণ ও মৃত্যুর হার ঊর্ধ্বগতিতে থাকার পর অনেকটা নিয়ন্ত্রণে চলে আসে। চলতি বছরের শুরুতে করোনাভাইরাসের প্রকোপ অনেকটা নিয়ন্ত্রণে থাকলেও মার্চ মাস থেকে তা শুধুই বাড়ছে। বিশেষজ্ঞরা এটাকে বাংলাদেশে করোনার ‘দ্বিতীয় ঢেউ’ বলছেন। করোনা সংক্রমণ মারাত্মক আকার ধারণ করায় বুধবার থেকে এক সপ্তাহের সর্বাত্মক লকডাউন ঘোষণা করেছে সরকার।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া