adv
১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

এবার টেস্ট ক্রিকেটে এক নম্বর জায়গাটি দখলে নিতে চান বাবর আজম

স্পোর্টস ডেস্ক : টানা ১২৫৮ দিন ওয়ানডের ব্যাটিং র‌্যাংকিংয়ে ১ নম্বরে থাকা বিরাট কোহলিকে পেছনে ফেলে শীর্ষে উঠেছেন বাবর আজম। টি-টোয়েন্টিতে এক নম্বর ব্যাটসম্যান হবার স্বাদ নিয়েছিলেন তিন বছর আগেই।

বাবর পাকিস্তানের চতুর্থ ক্রিকেটার হিসেবে এই স্বাদ পেয়েছেন। তার আগে জহির আব্বাস (১৯৮৩-৮৪ মৌসুম), জাভেদ মিয়াঁদাদ (১৯৮৮-৮৯ মৌসুম) এবং মোহাম্মদ ইউসুফ (২০০৩ সালে) হন এক নম্বর ব্যাটসম্যান।

ওয়ানডেতে এক নম্বরে আসার পর পাকিস্তান ক্রিকেটের দেয়া ভিডিও বার্তায় ২৬ বছর বয়সী বাবর জানান, টেস্টেও হতে চান এক নম্বর ব্যাটসম্যান। টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের এক নম্বর হয়েছিলাম, এখন ওয়ানডেরও শীর্ষে উঠেছি। আমার লক্ষ্য এবার টেস্ট র‌্যাঙ্কিংয়ে সবার ওপরে ওঠা। আর এটাই ব্যাটসম্যানদের দক্ষতার সেরা পুরস্কার। আমি জানি, এর জন্য অনেক কঠিন পরিশ্রম করতে হবে। ধারবাহিক পারফর্মেন্সের সঙ্গে শীর্ষ দলগুলির বিপক্ষেও ভালো করতে হবে। বর্তমানে টেস্ট র‌্যাঙ্কিংয়ে ছয় নম্বরে আছেন বাবর। গত বছর ফেব্রুয়ারিতে পঞ্চম স্থানে উঠেছিলেন তিনি। যা ছিল তার ক্যারিয়ার সেরা।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া