adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অলিম্পিক আয়োজনে আত্মবিশ্বাসী টোকিও, ১০০ দিনের কাউন্টডাউন শুরু

স্পোর্টস ডেস্ক : বিশ্বজুড়ে চলমান করোনা সংক্রমণের মধ্যেই অলিম্পিক গেমসের ১০০ দিনের কাউন্টডাউন শুরু করলো আয়োজক দেশ জাপান। জনসমক্ষে আনা হলো টোকিও অলেম্পিকের মাসকট।

বুধবার (১৪ এপ্রিল) টোকিওর মাউন্ট তাকাওয়ে বসেছে অলিম্পিক সিম্বল। আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হলো এদিন। অন্যদিকে শহরের মেট্রোপলিটন গভর্নমেন্ট বিল্ডিংয়ে উন্মোচিত হলো অলিম্পিক ও প্যারালিম্পিকের ম্যাসকটও। এবারের গেমসের মাসকটের নাম ‘মিরাইতোয়া’। প্যারালিম্পিক গেমসের মাসকটকে ডাকা হবে ‘সোমেইতি’ নামে।

মহামারির কারণে গেল বছর পিছিয়ে যায় টোকিও অলিম্পিক। ঘোষণা দেয়া হয় ২০২১ সালের ২১ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত চলবে বিশ্বের সবচেয়ে বড় এই ক্রীড়া আসর। জাপানের একাধিক সংস্থার সমীক্ষায় দাবি করেছে, দেশটির ৮০ শতাংশ নাগরিক করোনা পরিস্থিতিতে অলিম্পিক আয়োজন চান না। তবে এসব পাত্তা না দিয়ে সফল আয়োজক হবে আশাবাদী টোকিওর গভর্নর ইউরিকো কোইকে।

এদিন বলেন, স্বাস্থ্যকর্মীরা সর্বোচ্চ চেষ্টা করছেন। করোনা রোধে তাদের নানাবিধ প্রয়াসের ফলেই অলিম্পিকের ১০০ দিনের কাউন্টডাউনের অনুষ্ঠান আমরা করতে পারছি। সবার সুরক্ষা সুনিশ্চিত করে অলিম্পিক আয়োজনের আশা ব্যক্ত করেছেন তিনি। একই সুর টোকিও অলিম্পিকের প্রেসিডেন্ট হাশিমোতো সেইকোর গলাও। – দ্য ই্ওমোরি/ জি নিউজ/

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া