adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আইপিএলে কলকাতা নাইটরাইডার্সে ৫০তম ম্যাচ খেললেন সাকিব আল হাসান

স্পোর্টস ডেস্ক : দুটি আইপিএল শিরোপাজয়ী কলকাতা নাইট রাইডার্সের হয়ে অন্যরকম একটা ফিফটি করলেন সাকিব আল হাসান। মঙ্গলবার (১৩ এপ্রিল) মুম্বাই ইন্ডিয়ান্সে বিপক্ষে ম্যাচটি ছিল কলকাতার হয়ে সাকিবের ৫০তম ম্যাচ।

চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে মঙ্গলবার অনুষ্ঠিত হয় ম্যাচটি। ম্যাচ শুরুর আগে সাকিবের এই ফিফটির জন্য কলকাতা নাইট রাইডার্সের পক্ষে ছিল ছোট্ট আনুষ্ঠানিকতাও। সাকিবের হাতে তুলে দেওয়া হয় বিশেষ ক্যাপ। যেটি তুলে নেন দলটির কোচ কোচ ব্রেন্ডন ম্যাককালাম।

নিজের ৮ মৌসুমের মধ্যে ৬ মৌসুমই সাকিব খেলেছেন কলকাতার হয়ে। দুই মৌসুম খেলেন সানরাইজার্স
হায়দরাবাদে। কলকাতার হয়ে ৬টি ম্যাচ খেলেছেন তিনি ২০১১ ও ২০১২ সালে চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতে। বাকি সব ম্যাচ আইপিএলে।

চলতি মৌসুমে এটি ছিল কলকাতার দ্বিতীয় ম্যাচ। দুটি ম্যাচেই একাদশে ছিলেন সাকিব। প্রথম ম্যাচ জিতলেও এদিন অবশ্য মুম্বাইয়ের কাছে হেরেছে সাকিবদের দল। সাকিব ব্যাট হাতে তেমন সুবিধা করতে পারেননি। ৯ বলে ১ চারে ৯ রান করেন। তবে বল হাতে ছিলেন দারুণ। ৪ ওভার বল করে মাত্র ২৩ রান খরচায় ১ উইকেট নেন তিনি। – ক্রিকইনফো

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া